ছলনা

‘তিনি ( ঈশ্বর ) আমাকে বললেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ ?” উত্তরে আমি বললাম, একটা ওলন দড়ি ।” তখন প্রভু বললেন, “ আমার লোক ইস্রায়েলর মধ্যে আমি একটা ওলন দড়ি ( বিচার চিহ্ন ) রাখছি ; আমি আর তাদের রেহাই দেব না ।” ( আমোষ ৭ : ৮ পদ ) । ওলন দড়ি হচ্ছে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত একটা মাপের জিনিস যা দিয়ে সে তার কাজের ভুল ধরতে পারে । সরলভাবে সে তার কাজ করলেও কিন্তু ভুলের হাত থেকে রেহাই পায় না । ঈশ্বরের বাক্য রূপ ওলনদড়ি বা বিচার - চিহ্ন দিয়েও তেমনি আমাদের জীবন ও বিশ্বাস সঠিক প্রমাণিত হওয়া দরকার ।

Cebuano English French Hindi Italian Kazakh Mossi Portuguese Spanish Ukrainian

27 নভেম্বর, 2024 in  ছলনা 5 minutes