Title here
Summary here
সরল হলেও ভুল হয় জনপ্রিয় একটা ধারণা : ‘আপনি কি বিশ্বাস করেন বা না করেন, তাতে কিছু যায় আসে না, যদি আপনি সরল বা আন্তরিক হন ।’ যাই হোক, বিশ্বাসে অবশ্যই আপনাকে সরল বা আন্তরিক হতে হবে , যেন সঠিক কাজটি করতে পারেন । সরল বা আন্তরিক একজন লোকের সব কাজেই আমাদের গভীর শ্রদ্ধাবোধ থাকে । এমন লোক তার দৃঢ় বিশ্বাসের জন্য জীবন দিতেও ইতস্তত করে না । কিন্তু সরল বা আন্তরিক হওয়াই যথেষ্ট নয় ।
27 নভেম্বর, 2024 in ছলনা 5 minutes