তুমি কি একজন সুখী মানুষ? ভয় ও পাপবোধ তোমার সুখকে পরাভূত করেছে? তোমার ভয় ও পাপবোধ থেকে মুক্ত হতে ইচ্ছা হয় না? হয়তো ভাবছো, কিভাবে আমি আবার সুখী হতে পারি?
আমার কাছে তোমার জন্য সুখবর রয়েছে! এমন একজন আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারেন। তিনি তোমার পাপ ক্ষমা করতে পারেন এবং তোমাকে স্থায়ী সুখ দিতে পারেন। তাঁর নাম যীশু। তাঁর কথা তোমাকে বলতে চাই।
তাঁর পিতা, ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি তোমাকে এবং আমাকেও সৃষ্টি করেছেন।
ঈশ্বর আমাদের ভালোবাসেন। পৃথিবীর সকলকে তিনি ভালোবাসেন। ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্র, যীশুকে পৃথিবীতে পাঠালেন। যীশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি অসুস্থকে সুস্থ করেছেন এবং দুঃখীকে সান্ত্বনা দিয়েছেন। তিনি অন্ধের চোখ খুলে দিয়েছেন। তিনি লোকদেরকে অনেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তাঁর বিষয়ে আমরা বাইবেলে জানতে পাই।
যীশু চেয়েছেন যেন তোমার ও আমার জন্য তাঁর পিতার যে মহা প্রেম তা আমরা বুঝতে পারি। তাঁর পিতার প্রেম বর্ণনা করতে তিনি এই গল্পটি বলেছেন।
একজন লোক একটা শহরে তার দুই ছেলেকে নিয়ে সুখে বাস করছিলেন। তিনি ভেবেছিলেন সবকিছুই ঠিকঠাক চলছে।
একদিন ছেলেদের মধ্যে অবাধ্য একজন এসে তাকে বলল, এ বাড়ি আমার ভালো লাগে না, আমি নিজের মত চলতে চাই এবং আমি চলে যাচ্ছি। আমাকে আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য অংশ দাও। পিতা খুবই দুঃখিত হলেন কিন্তু তাকে টাকা দিলেন এবং তাকে যেতে দিলেন। তিনি ভাবছিলেন তাকে আর কোনও দিন দেখতে পাবেন কিনা।
ছেলেটি বহু দুরে চলে গেল এবং তার টাকা ও বন্ধুদের নিয়ে ফুর্তি করল। স্বার্থপর জীবন যাপন করে অযত্নে তার টাকা খরচ করে ফেলল। সে ভাবছিল খুব চমৎকার সময় কাটছে, কিন্তু হঠাৎ তার টাকা শেষ হয়ে গেল এবং বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। সে একা এবং অভাবে পড়ে রইল। এখন তার কি করা উচিৎ?
সে একজন কৃষকের কাছে গেল এবং কৃষক তাকে শুয়োরদের খাওয়াতে পাঠাল। তাকে যথেষ্ঠ খাবার দেওয়া হত না। সে এত ক্ষুধার্ত ছিল যে তার শুয়োরের খাবার খেতে ইচ্ছা করত। সে যে সব মন্দ কাজ করেছে এবং তার বাবার প্রতি যে দুর্ব্যবহার করেছে তা ভাবতে শুরু করল। তার অবস্থা শোচনীয় হতে থাকলো।
একদিন তার মনে পড়ল তার বাবা কত স্নেহময় এবং সকল প্রয়োজন মেটাতেন যখন সে বাড়িতে ছিল। এমনকি তার বাবার চাকরেরা যথেষ্ঠ খাবার পেত। সে ভাবল, আমি তার প্রতি যা করেছি তার পরে কি আমি বাবার কাছে ফিরে যেতে পারি? তিনি কি তখনও আমাকে ভালবাসবেন ? তার সন্তান হবার যোগ্যতা আমার নেই। যদি শুধু তিনি আমাকে গ্রহণ করেন আমি তার একজন চাকর হতে রাজি।
তখনই সে পায়ে ভর করে দাঁড়ালো এবং তার পিতার বাড়িতে যাত্রা করল। তার বাবা যদি তাকে তখনও ভালোবেসে থাকেন তা দেখতে পাবে।
যখন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন থেকেই বাবা তার জন্য অপেক্ষা করছিল। তিনি প্রায়ই ভাবতেন, আমার ছেলে কি কখনও ফিরে আসবে? তারপর একদিন তিনি দুরে দেখলেন কে একজন আসছে। এ কি তার ছেলে হতে পারে? যখন তিনি দেখলেন যে সে তাঁরই ছেলে; তিনি দু’হাত বাড়িয়ে ছুটে গেলেন।
ছেলে বলল, বাবা, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি আর তোমার ছেলে হবার যোগ্য নই। কিন্তু বাবা বললেন, তার জন্য সবচেয়ে ভালো পোশাক আনো, ভোজের আয়োজন কর। আমার ছেলে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন তাকে পাওয়া গিয়েছে।
আমারা সবাই এই ছেলেটির মত; আমারা সবাই আমাদের পিতা, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছি। তিনি যে সব সুযোগ সুবিধা এবং উত্তম জিনিস দিয়েছেন তা আমরা হারিয়েছি। আমরা স্বার্থপরতায় এবং তাঁর প্রতি অবাধ্যতায় জীবন যাপন করেছি। আজ আমাদের স্বর্গস্থ পিতা তাঁর কাছে আসার জন্য ডাকছেন। হাত বাড়িয়ে তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন।
আমাদের প্রতি যীশুর যে প্রেম তাকি আমারা বুঝতে পারি? দুষ্ট লোকদের দ্বারা যাতনা ভোগ ও প্রত্যাখ্যাত হয়ে ক্রুশবিদ্ধ হয়েছেন। আমাদের এবং সমস্ত জগতের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি তাঁর জীবন দানের মধ্য দিয়ে তাঁর প্রেম প্রকাশ করেছেন। ঐশ্বরিক ক্ষমতায় তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন এবং চিরজীবী হয়েছেন।
তুমি কি যীশুর কাছে আসবে এবং তোমার পাপের জন্য ক্ষমা চাইবে? যখন তিনি দেখবেন যে সব ভুল করেছ তার জন্য তুমি সত্যই অনুতপ্ত, তিনি তোমাকে ক্ষমা করবেন এবং যে রক্ত তিনি সেচন করেছেন তা দিয়ে তোমার পাপ ধুয়ে দেবেন। এটা হবে একটা আশ্চর্য অভিজ্ঞতা! তুমি একজন নতুন ব্যক্তিতে পরিণত হবে। একটা নতুন অর্থ হবে জীবনের। যীশু তোমার অপরাধ বোধ ও আতঙ্ক সরিয়ে আনন্দ ও সুখ দেবেন। তিনিই হবেন তোমার মুক্তিদাতা।