পুস্তিকাগুলি

আপনি কি জানেন যে , পাপের জন্য ঈশ্বর আপনাকে দোষী করেছেন এবং মৃত্যুর দ্বারা শাস্তি দিয়েছেন ? যদি পাপী মানুষ এই অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পেয়ে অনন্ত কালের জন্য বাঁচতে চায় তাহলে ঈশ্বরের দয়া পেতে হবে । আমাদের পাওনা শাস্তি ঠেকিয়ে রাখার জন্যই এই দয়া । কিন্তু শর্ত ছাড়া ঈশ্বর মানুষকে দয়া করেন না , যদিও উদ্ধার বিনা পয়সার, যা কেনা যায় না বা উপার্জনও করা যায় না । যে শর্তে ঈশ্বর দয়া করেন তা হল অনুতাপ ।

‘ ঈশ্বর , তুমি কোথায় ?’ ‘ আমি তোমাকে চাই ।’ ‘তোমাকে আমার দরকার ।’ ‘ কি করে আমি তোমাকে পেতে পারি ?’ এই কি আপনার দুঃখ ভরা হৃদয়ের কান্না ? আপনার সমস্ত মন দিয়ে আপনি কি ঈশ্বরকে খুঁজতে এবং তাঁর কাছে পৌঁছাতে চান ? কিন্তু মনে হচ্ছে, কোন না কোন ভাবে তিনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন আর আপনি তাঁকে খুঁজে পাচ্ছেন না ।

ভালবাসা …………. ! সকল ভাষায় এটি একটি চমৎকার শব্দ । এটি আমাদের মনের মধ্যে কিছু কিছু কথা বলে থাকে, যা হল ঃ স্নেহ, মায়া, উষ্ণতা, দয়া, সমঝোতা, নিরাপত্তা এবং মা’র কথা ? কিন্তু আপনার নিজের কথা চিন্তা করুন ; - এই সুন্দর শব্দটি আপনার কাছে সত্যি কোন অর্থ প্রকাশ করে কি ? আপনি কি ভালবাসা পেতে চান ? আপনি কি ভালবাসতে চান ?

বিশুদ্ধতা ভালবাসা সুখী সংসার আস্থা কামলালসা লজ্জা ভয় ভাঙা সংসার একাকীত্ব মনের বিশুদ্ধতা, নীতিবোধ এবং দেহ অসাধারণ ব্যক্তিগত সম্পদ বলা হয় । শুধু এটাই যদিও ধার্মিকতা নয়, কিন্তু তা খ্রীষ্টিয়ান জীবনের নৈতিক গুণাবলী এবং মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ । আজকের দিনে আদর্শ মূল্যবোধ ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে, আর পুরুষ ও নারীকে এমন আচার - আচরণ গ্রহণ করতে প্রশ্রয় দিচ্ছে, যা বাইবেলে পরিষ্কারভাবে পাপ বলে উল্লেখ করা হয়েছে । এরকম আচার - আচরণ এখন অনেক লোকের গ্রহণযোগ্য জীবনের পথ । ঈশ্বর যা পাপ বলে উল্লেখ করেছেন, তাদের কাছে তা পাপ বলে গণ্য হয় । এর পরিণতি কি ?

নৈতিক 9 minutes

পবিত্র বাইবেলের উদ্দেশ্য শয়তান ও তার কাজকর্মের দিকে দৃষ্টি রাখা নয় । তা সত্বেও, বাইবেলে আমরা এমন অনেক কিছু পাই যা তার বৈশিষ্ট্য ও কাজের বিষয় প্রকাশ করেছে। শয়তান এক সময় ছিল একজন স্বর্গদূত, কিন্তু সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরের বিপক্ষে গেল এবং তাঁর ( ঈশ্বরের ) মত হতে চাইল । অন্ধকার রাজ্যে শয়তানের কৃত কাজগুলো নতুন নয়। যুগের পর যুগ ধরে ঈশ্বরের রাজ্যের বিপক্ষতা করাই তার কাজ এবং সেগুলোই হচ্ছে তার চেষ্টার নমুনা । ঈশ্বর তাঁর পবিত্র আত্মার মাধ্যমে যা কিছু সম্পাদন করে থাকেন, শয়তান ঠিক তার বিকল্প কাজটাই করে থাকে।

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই কমবেশী অযুহাত দেখায় । যে কোন বিষয়ে হোক, আপনার মন একটা অযুহাত দেখানোর চিন্তা করে থাকে, কারণ আপনি হয়তো সব ক্ষেত্রে সত্যের মোকাবেলা করতে চান না । মনে মনে ভেবে থাকেন , কোন একটা অযুহাত দেখিয়ে পার পাওয়া যায় কি - না, উদ্ধার পাওয়া যায় কি - না ! কিন্তু আপনি কি মনে করেন ঈশ্বরের সাক্ষাতে অযুহাত দেখিয়ে আপনি পার পাবেন বা উদ্ধার পাবেন ? উদ্ধার পাওয়ার বিষয়ে কোন অযুহাত দেখানো যাবে কি ? আপনার কোন অজুহাত কখনোই আপনাকে উদ্ধার করতে পারে না । আদম ও হবা পাপ করেছিল, বিভিন্ন অযুহাতও দেখিয়েছিল এবং একজন অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছিল । তারা এই ধারণা করেছিল, ঈশ্বর তাদের পাপের দিকে দৃষ্টি দেবেন না , কারণ কেন পাপ করেছে তার বেশ কিছু কারণ তারা দেখাতে পেরেছে । তারপরও আমরা বাইবেলে পড়ি, তবুও ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন । যতই কৌশলপূর্ণ হোক্ না কেন, যতই নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা করেন না কেন, ঈশ্বর কোন অযুহাতই মেনে নেবেন না ( আদিপুস্তক ৩ : ৯ - ১৯ ; গালাতীয় ৬ : ৭ - ৮ পদ ) ।

“শান্তি, কোথায় শান্তি ? আমাদের দেশের জন্য , আমাদের সংসারের জন্য এবং সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের হৃদয় এবং মনের জন্য ?” মানসিক যন্ত্রণার কান্নাধ্বনি যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিত হচ্ছে । এটা কি আপনার হৃদয়েরও কান্নাধ্বনি নয় ? মানুষ এখন ক্লান্ত আর উদ্বিগ্ন । বলার অপেক্ষা রাখে না, তাদের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে পরিচালনা ও পরামর্শ, নিরাপত্তা এবং নিশ্চয়তার । আমাদের প্রয়োজন ও চাওয়া হচ্ছে মনের শান্তি । মনের শান্তি - এ এক অমূল্য সম্পদ । দ্বন্দ্ব ও হতাশা, অজস্র বিক্ষোভে অস্থিরতায় ভরা এই পৃথিবীতে এই সম্পদ পাওয়া কি সত্যিই সম্ভব ?

শান্তি 5 minutes

জেনারেল নেপোলিয়নের স্মরণে ফ্রান্সের বড় শহর প্যারিসে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয় । আঠারশো শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে তিনি ছিলেন ইউরোপের ত্রাস । বাস্তবিকই যুদ্ধে তার বিস্ময়কর বিজয় এত ব্যাপকতর হয়েছিল যে, শুধুমাত্র ইংল্যান্ড বাদে সারা ইউরোপই তার হাতের মুঠোয় এসে গিয়েছিল । তা - ই নয় , নেপোলিয়নের উদ্দেশ্য এবং ইচ্ছা ছিল সারা পৃথিবী জয় করা ।

একজন ব্যক্তি কি উদ্ধার পেয়েছে, এই প্রশ্নটির উত্তর বার বার জিজ্ঞাসা করা হয় । বাইবেলে এই প্রশ্নের উত্তর আছে কি না ? একজন ব্যক্তি কি জানে, তার পাপ ক্ষমা হয়েছে, কি হয় নাই ? অথবা, পাপ ক্ষমা পাবার জন্য কি তাকে বিচার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ? সেই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান ফেলে রাখা খুবই দুর্ভাগ্যজনক এবং ঝুঁকিপূর্ণ ।

যীশু আমাদের বলেন যে স্বর্গের দরজাগুলি আমাদের জন্য বন্ধ যদি না আমাদের নতুন করে জন্ম হয়। এই জন্য আমরা প্রশ্ন করিঃ বন্ধু, আপনার কি নতুন করে জন্ম হয়েছে? গির্জার সদস্য, আপনার কি নতুন করে জন্ম হয়েছে? যদি না হয়ে থাকে আপনি হারিয়ে পেছেন। কারণ যীশু বলেন, “…নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না।“ (যোহন ৩:৩খ পদ)