প্রত্যেকেই কোন না কোন কিছুর উপাসনা করে থাকে । কোন লোক বিভিন্ন বস্তুর উপাসনা করে, কেউ একজন মানুষের, কেউ প্রতিমার এবং কেউ আবার নিজেরই উপাসনা করে থাকে । বিভিন্নভাবে তারা তাদের ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে । যেহেতু এই ধরনের প্রচুর লোক আছে যারা এইসব বিভিন্ন ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে, তবুও তাদের হৃদয়ে এক ধরনের আকাঙ্ক্ষা ও আর্তনাদ থেকেই যায় । এইসব লোকেরা শুধুমাত্র সাময়িকভাবে তাদের প্রাণের আর্তনাদের উপশম খুঁজে পায় এবং সামনের দিনটি মোকাবেলা করতে সাহস কম পায় । অতীতের মত ভবিষ্যতেও তাদের দুশ্চিন্তা সব সময় ঠিক একই রকম থেকে যায় । তারা যে দেব - দেবতার সেবা করে , তারা তাদের জীবনের শূন্যতা পূরণ করতে অসমর্থ।
আপনি কার উপাসনা করেন ? আপনার ঈশ্বর কোথায় থাকেন ? তিনি কি জীবন্ত ? আজকে তিনি আপনার জন্য কি করছেন ? আপনি কি আজ তার সাথে কথা বলেছেন ? তিনি কি আপনার হৃদয়ের আর্তনাদ শুনে তার উত্তর দেন ? আসলে আপনার বিশ্বাস কি ?
আসুন, একমাত্র সত্য ঈশ্বরের সাথে আপনার পরিচয় করিয়ে দেই, যিনি আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানের উপরে বিজয় লাভ করেছেন । তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ঈশ্বর, যাঁর কথায় সব কিছু সৃষ্টি হয়েছে । পবিত্র বাইবেল স্বর্গের এই ঈশ্বরের কথা বলে , যিনি মানুষকে পৃথিবীর ধুলা - মাটি থেকে সৃষ্টি করেছেন । আদিপুস্তক প্রথম ও দ্বিতীয় অধ্যায় পড়ুন ।
তিনি হচ্ছেন অনন্তকালীন ঈশ্বর । তাঁর কোন শুরু নেই এবং শেষও নেই । তিনি গতকাল যা ছিলেন, আজও তা - ই আছেন এবং চিরকাল তা - ই থাকবেন । তিনি হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা এবং পালনকর্তা ( প্রেরিত ১৭ : ২২ - ৩৪ পদ দ্রষ্টব্য ) ।
এই মহান ঈশ্বর স্বর্গে বাস করেন, যিনি ব্যক্তি হিসেবে আপনার প্রতিও আগ্রহী । অনেক লোকের মধ্যেও তিনি আপনাকে দেখতে পান । তিনি আপনাকে ভালবাসেন ও আপনার দেখাশোনা করতে চান । তিনি আপনার বন্ধুর চেয়েও আরও কিছু হতে চান । তিনি তাঁর পুত্রকে আপনার উদ্ধারকারী হিসাবে পাঠিয়েছেন । তিনি আপনার সাথে বাস করতে চান, এমন কি তার চেয়ে বেশি হচ্ছে, তিনি আপনার অন্তরে বাস করতে চান । তিনি বলেন, “ আমার মধ্যে থাক আর আমিও তোমাদের অন্তরে থাকব” ( যোহন ১৫ : ৪ পদ দ্রষ্টব্য ) ।
যদি তিনি আপনার হৃদয়ে না থাকেন , তাহলে কে থাকেন ? আমাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, শয়তান অগণিত লোকের জীবন শাসন করছে এবং তাদের সর্বনাশ করছে । সে - ই একজন যে এইসব হৃদয়গুলো শাসন করছে । সে তো এইসব মন্দ পরামর্শ দেয় , যেমন - মিথ্যা কথা বলা, চুরি করা , কাম - লালসা , ঠকামি, প্রতিশোধ নেওয়া এবং নিজেকে উঁচু ধরা । যদি শয়তান আপনার হৃদয়ে বাস করে , এবং এইসব যে কোন পাপ ও আরও কিছু পাপ করতে প্রলোভিত করে ইচ্ছা জাগিয়ে তোলে, তাহলে সকল ঈশ্বরের ঈশ্বর যিনি, তাঁর কাছে আসুন না, যিনি তাঁর একমাত্র পুত্র যীশু খ্রীষ্টকে আপনার পাপের জন্য এবং সমস্ত মানুষের জন্য মৃত্যুবরণ করতে দিয়েছেন ( যোহন ৩ : ১৬ পদ দ্রষ্টব্য ) ।
আপনি জিজ্ঞাসা করতে পারেন , “তা কেমন করে সত্যি হয় ? কিভাবে একজন, যিনি নাকি এত মহান , সব ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান , তিনি আমার হৃদয়ে বাস করতে পারেন “ ( যিশাইয় ৫৭ : ১৫ পদ দ্রষ্টব্য ) ।
যদি আপনি পাপে অসুস্থ ও ক্লান্ত হন , তাহলে এই ঈশ্বরকে ডাকুন না কেন, এবং পাপের জন্য অনুতাপ করুন । তাহলে ঈশ্বরে বিশ্বাস করার মধ্য দিয়ে এবং খ্রীষ্টের প্রায়শ্চিত্তের রক্তে আপনার সকল পাপ ক্ষমা করা হবে ও আপনি পাবেন এক নতুন স্বভাব । তখন যদি শয়তান আপনাকে প্রলোভিত করতে আসে, আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন । তিনিই আপনাকে নির্দেশ দেবেন এবং সবকিছু শিখিয়ে দেবেন । ( যোহন ১৪ : ২৬ পদ দ্রষ্টব্য ) ।
যোহন ১০ : ১০ পদে, যীশু প্রাচুর্যেপূর্ণ জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন, আর তিনি তো তা আপনাকে দিতে সমর্থ । এই দানটি আপনারই থাকবে যতদিন আপনি তাঁর বিশ্বস্ত ও বাধ্য থাকবেন । “যদি তোমরা বাধ্য হতে রাজি হও তবে দেশের সবচেয়ে ভাল ফসল তোমরা দেখতে পাবে” ( যিশাইয় ১ : ১৯ পদ ) । আর কোন ঈশ্বর এমন মহৎ নয় । যদি এটি আপনার হৃদয়ে কথা বলে থাকে, তাহলে আপনি হয়তোবা আরও একটি পুস্তিকা পড়তে চাইবেন, যার নামঃ “ আপনার নতুন করে জন্ম হওয়া দরকার” । এই পুস্তিকাটি, এবং আরও অন্যান্য পুস্তিকা নিচের ঠিকানায় পাওয়া যায় ।