The Battle of Your Soul

জেনারেল নেপোলিয়নের স্মরণে ফ্রান্সের বড় শহর প্যারিসে একটি স্মৃতি স্তম্ভ নির্মিত হয় । আঠারশো শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে তিনি ছিলেন ইউরোপের ত্রাস । বাস্তবিকই যুদ্ধে তার বিস্ময়কর বিজয় এত ব্যাপকতর হয়েছিল যে, শুধুমাত্র ইংল্যান্ড বাদে সারা ইউরোপই তার হাতের মুঠোয় এসে গিয়েছিল । তা - ই নয় , নেপোলিয়নের উদ্দেশ্য এবং ইচ্ছা ছিল সারা পৃথিবী জয় করা ।