যীশু

সকল প্রকার গল্প বা ঘটনার মধ্যে খ্রীষ্টের জন্মের ঘটনাটি খ্রীষ্টিয়ানদের হৃদয়ের খুব কাছাকাছি রয়েছে । সকল যুগের সেরা সবচেয়ে মহৎ আশ্চর্য ঘটনা হচ্ছে এটা, যার মাধ্যমে প্রকাশিত হয়েছে মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা । পাপ করে মানুষ ঈশ্বরের সহভাগিতা থেকে নিজেকে আলাদা করে ফেলেছে । আদম ও হবা এদোন বাগানে ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করার পর ঈশ্বর নিজেই একজন মুক্তিদাতা দেবার প্রতিজ্ঞা তাদের কাছে করেছিলেন ( আদি পুস্তক ৩ : ১৫ পদ ) । তারা যে সম্পর্ক হারিয়েছিল, তা আবার ফিরিয়ে আনতে এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা ।

Chinese English Hindi Portuguese Spanish

27 নভেম্বর, 2024 in  যীশু, Web-Only-Paragraph 5 minutes

প্রত্যেকেই কোন না কোন কিছুর উপাসনা করে থাকে । কোন লোক বিভিন্ন বস্তুর উপাসনা করে, কেউ একজন মানুষের, কেউ প্রতিমার এবং কেউ আবার নিজেরই উপাসনা করে থাকে । বিভিন্নভাবে তারা তাদের ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে । যেহেতু এই ধরনের প্রচুর লোক আছে যারা এইসব বিভিন্ন ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করে, তবুও তাদের হৃদয়ে এক ধরনের আকাঙ্ক্ষা ও আর্তনাদ থেকেই যায় । এইসব লোকেরা শুধুমাত্র সাময়িকভাবে তাদের প্রাণের আর্তনাদের উপশম খুঁজে পায় এবং সামনের দিনটি মোকাবেলা করতে সাহস কম পায় । অতীতের মত ভবিষ্যতেও তাদের দুশ্চিন্তা সব সময় ঠিক একই রকম থেকে যায় । তারা যে দেব - দেবতার সেবা করে , তারা তাদের জীবনের শূন্যতা পূরণ করতে অসমর্থ।

Arabic Chinese Dutch English French Haitian Creole Hindi Indonesian Japanese Kazakh Khmer Korean Norwegian Persian Polish Russian Southern Sotho Spanish Swedish Tajik Thai Turkish Yoruba

17 অক্টোবর, 2024 in  যীশু 4 minutes

“ তোমরা একজন লোককে এসে দেখ । আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন । তাহলে উনিই কি সেই মশীহ ?” ( যোহন ৪:২৯ পদ ) ।

13 অক্টোবর, 2024 in  যীশু 6 minutes

এক সময় এই জগতে কিছুই ছিল না । না ছিল মাছ ! না ছিল আকাশে তারা ! না ছিল সাগর ও সুন্দর ফুল ! সব কিছু শূন্য ও অন্ধকার ছিল । কিন্তু ঈশ্বর ছিলেন । ঈশ্বরের ছিল এক চমৎকার পরিকল্পনা । তিনি একটি মনোরম জগতের চিন্তা করেছিলেন, আর চিন্তার সাথে সাথেই তিনি করেছিলেন তার সৃষ্টি । যখন কিছুই ছিল না, তখন তিনি সবকিছুই সৃষ্টি করলেন । ঈশ্বর কোন কিছু সৃষ্টির আগে শুধু বললেন, ‘ এটা হোক’ এবং তা - ই হল ।

Amharic Arabic Chinese English French Haitian Creole Hindi Indonesian Japanese Kazakh Korean Malayalam Mossi Nepali (Macrolanguage) Norwegian Persian Polish Portuguese Punjabi Russian Southern Sotho Spanish Swedish Tagalog Tajik Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese

21 মে, 2024 in  যীশু 5 minutes

তুমি কি একজন সুখী মানুষ? ভয় ও পাপবোধ তোমার সুখকে পরাভূত করেছে? তোমার ভয় ও পাপবোধ থেকে মুক্ত হতে ইচ্ছা হয় না? হয়তো ভাবছো, কিভাবে আমি আবার সুখী হতে পারি? আমার কাছে তোমার জন্য সুখবর রয়েছে! এমন একজন আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারেন। তিনি তোমার পাপ ‌‌ ক্ষমা করতে পারেন এবং তোমাকে স্থায়ী সুখ দিতে পারেন। তাঁর নাম যীশু। তাঁর কথা তোমাকে বলতে চাই। তাঁর পিতা, ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি তোমাকে এবং আমাকেও সৃষ্টি করেছেন।

Arabic Bemba (Zambia) Chinese Dutch English French German Haitian Creole Hindi Indonesian Italian Japanese Kazakh Khmer Kinyarwanda Korean Lingala Malagasy Mossi Nepali (Macrolanguage) Norwegian Persian Plautdietsch Polish Portuguese Rundi Russian Southern Sotho Spanish Swahili (Macrolanguage) Swedish Tajik Telugu Thai Turkish Urdu Vietnamese Waray (Philippines)

7 মে, 2024 in  যীশু, Color 4 minutes

“পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যীশুর কাছে নিয়ে আসল যেন তিনি তাদের উপর হাত রাখেন । কিন্তু শিষ্যেরা সেই লোকদের বকুনি দিতে লাগলেন । যীশু তা দেখে অসন্তুষ্ট হয়ে শিষ্যদের বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না; কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই । আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলে মেয়েদের মত করে ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোন মতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না । তারপর যীশু সেই ছেলেমেয়েদের কোলে নিলেন এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন” ( মার্ক ১০ : ১৩ - ১৬ পদ ) ।

Arabic English French Haitian Creole Indonesian Italian Japanese Korean Lingala Plautdietsch Polish Portuguese Russian Spanish

7 মে, 2024 in  যীশু, Web-Only-Paragraph 6 minutes

ঈশ্বরের উপহার – আপনার জন্য

সময়কাল শুরু হবার আগে থেকেই ঈশ্বর, তার একজাত পুত্র যীশু এবং পবিত্র আত্মার ছিলেন। তাঁরা পৃথিবী ও তার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুরই সৃষ্টি করেছেন। তার ভালবাসায়, ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করে তাকে এক অপূর্ব বাগান রেখেছিলেন। মানুষ ঈশ্বরের নির্দেশগুলির অবাধ্য হয়েছিল। এই অবাধ্যতাই ছিল পাপ এবং ঈশ্বর থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছিল। তিনি তাদের পাপ মোছনের জন্য নিখুঁত কম বয়সী পশু বলি দিতে বলেছিলেন। এই সমস্ত বলিদান তাদের পাপের দেনা শোধ করেনি কিন্তু এক চূড়ান্ত বলিদানের ইঙ্গিত দিয়েছিল যা ঈশ্বরীঈ জোগাবেন। একদিন ঈশ্বর তাঁর পুত্র যিশুকে সকল মানুষের পাপের মোচনের জন্য চূড়ান্ত বলিদান স্বরূপ এ জগতে পামরিয়ম এবং স্বর্গদূত

Arabic Dutch English French Haitian Creole Hindi Indonesian Japanese Kazakh Khmer Korean Lingala Nepali (Macrolanguage) Norwegian Persian Portuguese Rundi Russian Southern Sotho Spanish Swedish Tajik Thai Urdu Waray (Philippines)

19 জুলাই, 2023 in  যীশু, Color 4 minutes

তুমি কি জান যে এমন একজন আছেন যিনি তোমার বিষয় সব কিছুই জানেন? তিনি ঈশ্বর যিনি জগৎ ও সব কিছুই সৃষ্টি করেছেন। তুমি এ যাবৎ যা কিছু করেছো তা সব ঈশ্বরের পুত্র, জীশুও জানেন। তিনি অতীত, বর্তমান, এবং ভবিষ্যতও জানেন। তিনি তোমাকে ভালবাসেন এবং পাপ থেকে তোমাকে রক্ষা করার জন্য এ পৃথিবীতে এসেছিলেন। তোমার জীবনে সুখ আনার জন্য তাঁর একটি পরিকল্পনা রয়েছে। একদিন যীশু তাঁর বন্ধুদের সঙ্গে জাচ্ছিলেন। তিনি শমরিয়ার একটি গ্রামে উপস্থিত হলেন। যখন তাঁর বন্ধুরা খাবার কিনতে গেলেন তিনি বিশ্রামের জন্য একটি কূয়ার পাশে বসলেন।

Arabic Chinese Dutch English French German Haitian Creole Hindi Indonesian Italian Japanese Kazakh Khmer Kinyarwanda Korean Lingala Mossi Nepali (Macrolanguage) Norwegian Oromo Persian Plautdietsch Portuguese Punjabi Rundi Russian Southern Sotho Spanish Swahili (Macrolanguage) Swedish Tajik Telugu Thai Turkish Vietnamese Waray (Philippines)

19 জুলাই, 2023 in  যীশু, ভালবাসা, সুসংবাদ, Color 3 minutes

আমার একজন বন্ধু আছেন। আমার সব বন্ধুদের মধ্যে তিনি হচ্ছেন সেরা বন্ধু। তিনি এত দয়ালু এবং বিশ্বাস্ত যে আমি চাই যেন তুমিও তাঁকে জানতে পার। আরও চমৎকার ব্যাপার হচ্ছে, তিনিও তোমার বন্ধু হতে চান। এখন আমি তাঁর কথা তোমাকে বলছি। এই ঘটনাটি আমরা বাইবেলে দেখতে পাই। বাইবেল হচ্ছে খুবই খাঁটি। এটা ঈশ্বরের বাক্য। ঈশ্বর হচ্ছেন এমন একজন, যিনি এই জগৎ এবং তাঁর মধ্যেকার সব কিছু সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন স্বর্গের ও পৃথিবীর প্রভু বাঁ মালিক। তিনিই সবকিছুর জীবন দেন এবং জীবন-বায়ু দেন।

Amharic Arabic Bemba (Zambia) Chinese Dutch English French German Haitian Creole Hindi Indonesian Japanese Karbi Kazakh Khmer Kinyarwanda Korean Lingala Malagasy Mossi Nepali (Macrolanguage) Norwegian Nyanja Oromo Persian Plautdietsch Polish Portuguese Punjabi Rundi Russian Southern Sotho Spanish Swahili (Macrolanguage) Swedish Tajik Telugu Thai Tonga (Zambia) Turkish Ukrainian Uzbek Vietnamese

4 এপ্রিল, 2019 in  যীশু, ভালবাসা, বন্ধুত্ব, একাকীত্ব 2 minutes