সকল প্রকার গল্প বা ঘটনার মধ্যে খ্রীষ্টের জন্মের ঘটনাটি খ্রীষ্টিয়ানদের হৃদয়ের খুব কাছাকাছি রয়েছে । সকল যুগের সেরা সবচেয়ে মহৎ আশ্চর্য ঘটনা হচ্ছে এটা, যার মাধ্যমে প্রকাশিত হয়েছে মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা । পাপ করে মানুষ ঈশ্বরের সহভাগিতা থেকে নিজেকে আলাদা করে ফেলেছে । আদম ও হবা এদোন বাগানে ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করার পর ঈশ্বর নিজেই একজন মুক্তিদাতা দেবার প্রতিজ্ঞা তাদের কাছে করেছিলেন ( আদি পুস্তক ৩ : ১৫ পদ ) । তারা যে সম্পর্ক হারিয়েছিল, তা আবার ফিরিয়ে আনতে এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা ।
27 নভেম্বর, 2024 in যীশু, Web-Only-Paragraph 5 minutes
পান - সিগারেট ব্যবহার করা কি ভুল ? বাইবেল কি বলে , এটা পাপ ? যারা পান - তামাক জাতীয় বিভিন্ন নেশাতে অভ্যস্ত , তাদের কাছে কিছু বললেই এ ধরনের নানা প্রশ্ন তারা করে থাকে । না , বাইবেল নির্দিষ্টভাবে পান - তামাক জাতীয় নেশা সম্পর্কে কিছু বলে নাই । কিন্তু এমন কিছু নির্দেশ দিয়েছে যাতে মানব জাতির , পুরুষ ও স্ত্রী লোকের জীবন সেই নীতিমালায় পরিচালিত হয় ।
27 নভেম্বর, 2024 in নৈতিক, Web-Only-Paragraph 6 minutes
আপনি কি ক্ষমা পেয়েছেন ? এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরের উপরে নির্ভর করছে আপনার অনন্তকালীন ভবিষ্যত । পবিত্র বাইবেল আমাদের এই শিক্ষা দেয়,”নির্দোষ কেউ নেই, একজনও নেই” ( রোমীয় ৩:১০ পদ ) । একই অধ্যায়ের ২৩ পদ এই কথা বলে, “কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে।” যদি আমরা আমাদের পাপের ফল থেকে উদ্ধার পেতে চাই, তাহলে অবশ্যই ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে হবে। কোন একদিন বিচারের দিনে প্রভুর সাথে আমাদের দেখা হবে। “ খ্রীষ্টের বিচার -আসনের সামনে আমাদের সকলের সবকিছু প্রকাশ করা হবে, যেন আমরা প্রত্যেকে এই দেহে থাকতে যা কিছু করেছি, তা ভাল হোক বা মন্দ হোক, সেই হিসেবে তার পাওনা পাই” ( ২ করিন্থীয় ৫:১০ পদ )।
13 অক্টোবর, 2024 in খ্রিস্টান জীবন, Web-Only-Paragraph 8 minutes
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে সব মানুষ পাপে জন্মেছে এবং মানুষের স্বভাব পাপ করা ? এভাবে সব মানুষই একটা হারানো পরিস্থিতি ও অবস্থার মধ্যে আছে । “ আমরা সবাই ভেড়ার মত করে বিপথে গিয়েছি; আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি ।” ( যিশাইয় ৫৩:৬ ক পদ ) । কারণ মানুষের ভিতর, অর্থাৎ অন্তর থেকেই মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, লম্পটতা, হিংসা, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে ।” ( মার্ক ৭:২১, ২২ পদ ) । বাইবেলে আরও পড়ুন, ( গীত সংহিতা ৫১:৫ পদ ) ।
13 অক্টোবর, 2024 in পরিত্রাণ, সুসংবাদ, স্বর্গ, Web-Only-Paragraph 5 minutes
“পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যীশুর কাছে নিয়ে আসল যেন তিনি তাদের উপর হাত রাখেন । কিন্তু শিষ্যেরা সেই লোকদের বকুনি দিতে লাগলেন । যীশু তা দেখে অসন্তুষ্ট হয়ে শিষ্যদের বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না; কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই । আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলে মেয়েদের মত করে ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোন মতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না । তারপর যীশু সেই ছেলেমেয়েদের কোলে নিলেন এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন” ( মার্ক ১০ : ১৩ - ১৬ পদ ) ।
7 মে, 2024 in যীশু, Web-Only-Paragraph 6 minutes