আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে সব মানুষ পাপে জন্মেছে এবং মানুষের স্বভাব পাপ করা ? এভাবে সব মানুষই একটা হারানো পরিস্থিতি ও অবস্থার মধ্যে আছে । “ আমরা সবাই ভেড়ার মত করে বিপথে গিয়েছি; আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি ।” ( যিশাইয় ৫৩:৬ ক পদ ) । কারণ মানুষের ভিতর, অর্থাৎ অন্তর থেকেই মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, লম্পটতা, হিংসা, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে ।” ( মার্ক ৭:২১, ২২ পদ ) । বাইবেলে আরও পড়ুন, ( গীত সংহিতা ৫১:৫ পদ ) ।
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে পাপীর মরণে ঈশ্বরের কোন আনন্দ নাই এবং কেউ বিনষ্ট হোক তা তিনি চান না । কিন্তু তিনি চান সবাই যেন সত্য জানতে পারে ও উদ্ধার পায় । “ তুমি তাদের বল যে আমি প্রভু সদাপ্রভু, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই । হে ইস্রায়েল জাতি তোমরা ফেরো, তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো । কেন তোমরা মারা যাবে ?” ( যিহিষ্কেল ৩৩:১১ পদ ) । “ ঈশ্বরের যে দয়ার দ্বারা পাপ থেকে উদ্ধার পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে । এই দয়াই আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের প্রতি ভক্তি হীনতা ও জগতের কামনা - বাসনাকে অগ্রাহ্য করে এই জগতেই নিজেদের দমনে রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই, আর আমাদের মহান ঈশ্বর ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ - ভরা আশা পূর্ণ হবার জন্যই আগ্রহের সঙ্গে অপেক্ষা করি ।” ( তীত ২:১১ - ১৩ পদ ) । বাইবেলে আরও পড়ুন, ১ তীমথিয় ২:৩, ৪ এবং ২ পিতর ৩:৯ পদ ) ।
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে, পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনা অত্যন্ত সরল ও কার্যকর ? “ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব ।” ( মথি ১১:২৮ পদ ) “ ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ।” ( যোহন ৩:১৬ পদ ) । বাইবেলে আরও পড়ুন, রোমীয় ১০:১৩; প্রেরিত ৮: ৩৬- ৩৮ এবং ইব্রীয় ৭: ২৫ পদ ।
আপনি কি জানেন উদ্ধার পাবার অভিজ্ঞতা সম্বন্ধে বাইবেল শিক্ষা দেয় যেন আপনি বুঝতে পারেন যে আপনি উদ্ধার পেয়েছেন ? “ যদি কেউ খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্ট হল । তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে ।” ( ২ করিন্থীয় ৫:১৭ পদ ) । “ তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে । পাহাড় পর্বত গুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে । কাঁটাঝোপের বদলে বেরস আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে । সদাপ্রভুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে । সেই চিহ্ন কখনও ধ্বংস হবে না । “ ( যিশাইয় ৫৫:১২- ১৩ পদ ) । বাইবেলে আরও পড়ুন, লূক ৭: ৪৭- ৫০; ১ যোহন ৩: ১৪ এবং প্রেরিত ১৬: ৩০- ৩৪ পদ ।
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে উদ্ধার পাওয়া একজন মানুষের ফল তার উদ্ধারের প্রমাণ দেবে ? “ কিন্তু পবিত্র আত্মার ফল হলো - ভালবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুন, দয়ার স্বভাব, ভাল স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন ……………… যারা খ্রীষ্ট যীশুর, তারা তাদের পাপ স্বভাবকে তার সমস্ত কামনা - বাসনা সুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে ।” ( গালাতীয় ৫: ২২- ২৪ পদ ) । “ যদি তোমরা একে অন্যকে ভালবাস তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য ।” ( যোহন ১৩: ৩৫ পদ ) বাইবেলে আরও পড়ুন, রোমীয় ৮:১ এবং মথি ২৫: ৩৭ - ৪০ পদ ।
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে উদ্ধার পাওয়া একজন মানুষের প্রতারিত হবার ও উদ্ধার হারাবার ঝুকি রয়েছে? “ উত্তরে যীশু তাঁদের বলেন, ‘দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে, ‘আমিই মশীহ’, এবং অনেক লোককে ঠকাবে ।” ( মথি ২৪: ৪ - ৫ পদ ) । “ তখন অনেক ভন্ড মশীহ ও ভন্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিহ্ন কাজ করবে যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে ।” ( মথি ২৪: ২৪ পদ ) । “ আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তাঁর ভালবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন কর তবে তোমরাও আমার ভালবাসার মধ্যে থাকবে । “ ( যোহন ১৫: ১০ পদ ) । বাইবেলে আরও পড়ুন, ১ পিতর ৫:৮; লূক ১২: ৩৯ এবং ২ পিতর ২:২২ পদ ।
আপনি কি জানেন, বাইবেল শিক্ষা দেয় যে আপনার আত্মাকে রক্ষা করতে ঈশ্বর এক ব্যবস্থা করে রেখেছেন? “ আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন । সেই সাহায্যকারীই সত্যের আত্মা ।” ( যোহন ১৪: ১৬, ১৭ ক পদ ) । “ একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের উছোট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সংগে উপস্থিত করতে পারেন । সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক । আমেন ।” ( যিহুদা ২৪-২৫ পদ ) । বাইবেলে আরও পড়ুন, প্রেরিত ২০:২০; মার্ক ১৬:১৬; ১ করিন্থীয় ১২:১৩; কলসীয় ৩:১৬; ইফিষীয় ৪:৩০ এবং ২ তীমথিয় ১:১২ পদ ।
আপনি কি জানেন, উদ্ধার পাওয়া একজন মানুষ কার্যকারী, ঈশ্বরের সেবা করতে আগ্রহী ও অন্যদের তাদের উদ্ধারকর্তাকে খুঁজে পেতে সাহায্য করে নিজের উদ্ধারের মূল্যায়ন করবে ? “ তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর যিরূশালেমে, সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।” ( প্রেরিত ১:৮ পদ ) । “তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও: তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর । তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব, আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে ।” ( গীত সংহিতা ৫১:১২, ১৩ পদ ) । বাইবেলে আরও পড়ুন, যোহন ৪:২৯ এবং গীত সংহিতা ৬৬: ১৬ পদ ।
“সদাপ্রভু আরও বলছেন, ‘এখন এস, আমরা বোঝাপড়া করি । যদিও তোমাদের সব পাপ টক্ টকে লাল হয়েছে তবুও তা বরফের মত সাদা হবে; যদিও সেগুলো গাঢ় লাল রংয়ের হয়েছে তবুও তা ভেড়ার লোমের মত সাদা হবে ।” ( যিশাইয় ১:১৮ পদ ) ।