পবিত্র বাইবেল হচ্ছে এমন এক দামী বই যা প্রতিটি প্রাণের প্রয়োজন মেটায় । মানুষের দেহের পুষ্টির জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি বাইবেলের বাণীগুলি মানুষের আত্মার পুষ্টির যোগান দেয় । সঠিক সময়ে সঠিক জিনিসটি জানার জন্য ও সঠিক প্রয়োজন মেটানোর জন্য বাইবেলেই যথার্থ কথা লেখা হয়েছে যা আসলে খাঁটি সোনার মতন ।
পবিত্র বাইবেলের বিভিন্ন অধ্যায়ে , বিভিন্ন ভাবে, ঈশ্বরের বাণী মানুষের কাছে প্রকাশ করা হয়েছে। ঈশ্বর সম্পর্কে প্রচুর জ্ঞান এবং তাঁর লোকদের নিয়ে লেখা ইতিহাস আদি পুস্তক থেকে শুরু করে অন্যান্য পুরাতন নিয়মের বইগুলিতে পাওয়া যায় । আবার গীত সংহিতা ও অনেক নতুন নিয়মের অধ্যায় গুলি পড়তে পড়তে সত্যিকার ভাবে আত্মায় অনুপ্রাণিত হওয়া যায় । প্রভু যীশুর অনেক শিক্ষা যা মথির লেখা সুখবরের ৫, ৬, ও ৭ অধ্যায়ে আছে, তা প্রতিদিন আমাদের জীবনের চলার পথ নির্দেশ করে । আবার সেই সাথে পথ নির্দেশ করে প্রেরিতদের লেখা বিভিন্ন কথাগুলি । আর এই সবই এক সাথে ঈশ্বর সম্পর্কে বুঝতে আমাদের সাহায্য করে; ঈশ্বরের প্রতিজ্ঞা ও তাঁর ইচ্ছাও বুঝতে সাহায্য করে ।
এইসব স্বর্ণময় লেখনির সম্পদ হচ্ছে আশীর্বাদের বাণী, যা পড়তে পড়তে অনেক হৃদয় ঈশ্বরের আলোতে উত্তপ্ত হয়ে উঠে । আসুন, আমরা এই সব অধ্যায়গুলি পড়তে উৎসাহিত হই । তবে শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য পড়ব তা নয়; কিন্তু এই সব বাণীর মধ্য দিয়ে ঈশ্বর যেন আমাদের অন্তর স্পর্শ করতে পারেন, সে কারণেও পড়ব ।
পবিত্র বাইবেলে যা আছে
ঈশ্বরের কথা
যীশুর জন্ম কাহিনী ……………………………. লূক ২অধ্যায়
সকল সৃষ্টির বিবরণ ……………… আদি পুস্তক ১ অধ্যায়
উদ্ধার গীত ………………………… গীত সংহিতা ১৮ অধ্যায়
ঈশ্বরের মহত্ব ……………………..……. যিশাইয় ৪০ অধ্যায়
ঈশ্বরের পবিত্রতা ……………….. গীত সংহিতা ৯৯ অধ্যায়
কে ভাল রাখাল ………………………….. যোহন ১০ অধ্যায়
পবিত্র আত্মা …………………………….. যোহন ১৬ অধ্যায়
উদ্ধার কর্তার প্রশংসা গীত ……….. গীত সংহিতা ১১০ অধ্যায়
প্রকৃতির গীত - গান ………….. গীত সংহিতা ১০৪ অধ্যায়
পুনঃ উদ্ধারের কথা ………………………... লূক ২৩ অধ্যায়
দুঃখময় ঘটনার কথা ……………………… লূক ২২অধ্যায়
কষ্ট ও যন্ত্রণা বহনকারী …………….. যিশাইয় ৫৩ অধ্যায়
আপনার আত্মিক প্রয়োজন
চমৎকার উপদেশগুলি …………………….. মথি ৫ অধ্যায়
সান্তনার কথাগুলি ……………..….. ২ করিন্থীয় ১ অধ্যায়
সহনশীলতা ………………………………. ইব্রীয় ১২ অধ্যায়
ভন্ডদের কথা ………………………………. মথি ২৩ অধ্যায়
অবিশ্বাসীদের কথা …………….. গীত সংহিতা ১৪ অধ্যায়
জেল জীবনের ঘটনা ………………….. প্রেরিত ২৩ অধ্যায়
ঈশ্বরীয় আশ্রয় - স্থান ………… গীত সংহিতা ৪৬ অধ্যায়
রক্ষা গীত …………………………. গীত সংহিতা ৯১ অধ্যায়
সদাপ্রভু আমার রাখাল ……….. গীতসংহিতা ২৩ অধ্যায়
প্রলোভনের কথা ……………………….. যাকোব ১ অধ্যায়
সুবুদ্ধির কথা ……………………… হিতোপদেশ ৩ অধ্যায়
উদ্ধার পাবার বিষয়
প্রায়শ্চিত্ত ……………………………….. ইব্রীয় ৯ অধ্যায়
বাপ্তিস্ম ………………………..…………… মার্ক ১ অধ্যায়
আশীর্বাদের কথা ………….. দ্বিতীয় বিবরণ ২৮ অধ্যায়
বিজয়ী ……………………..………………….. লূক ৪ অধ্যায়
সেনাপতি কর্ণীলিয়ের ঘটনা ……… প্রেরিত ১০ অধ্যায়
সাহসিকতা …………………….………. যিহোশূয় ১ অধ্যায়
ক্রুশে মৃত্যুর বিবরণ …………………… যোহন ১৯ অধ্যায়
জেলেদের ঘটনা ………………………….. লূক ৫ অধ্যায়
মানুষ দোষী ……………………………. রোমীয় ১ অধ্যায়
নিমন্ত্রণ ……………………………….. যিশাইয় ৫৫ অধ্যায়
বাপ্তিস্ম দাতা যোহনের ঘটনা …………….লূক ৩ অধ্যায়
হারানো ও ফিরে পাওয়া ………………… লূক ১৫ অধ্যায়
নতুন জন্ম ……………………………………… যোহন ৩অধ্যায়
পঞ্চাশত্তমী দিনের ঘটনা ………….…… প্রেরিত ২ অধ্যায়
প্রার্থনার কথা ………………………………..মথি ৬ অধ্যায়
তার্ষ শহরের শৌল …………………….. প্রেরিত ৯ অধ্যায়
আজকের জন্য প্রয়োজন ………….….. ইব্রীয় ৩ অধ্যায়
সকলের জন্য প্রয়োজন …… প্রকাশিত বাক্য ২২ অধ্যায়
প্রভুতে আনন্দ
বাধ্য থাকা ………………………………… যোহন ১৫ অধ্যায়
একটি সোনালী অধ্যায় ………… গীতসংহিতা ১৬ অধ্যায়
বিশ্বাসে বেড়ে ওঠা ……………………… ২ পিতর ১ অধ্যায়
আনন্দ গান ………………………… গীতসংহিতা ৯৮ অধ্যায়
দয়া ……………………………….. গীতসংহিতা ১৩৬ অধ্যায়
শান্তি ……………………………………….. যোহন ১৪ অধ্যায়
প্রশংসা - গান ……………………………….. লূক ১ অধ্যায়
ধন্যবাদ ………………………………………. লূক ১৭ অধ্যায়
ভ্রমণকারীদের গীত ………….. গীতসংহিতা ১২১ অধ্যায়
জীবনে বেঁচে থাকার বাস্তব শিক্ষা
আব্রাহামের ঘটনা …………… আদিপুস্তক ১৫ অধ্যায়
রাজা আসার পুনঃ সংস্কার ….. ২ বংশাবলি ১৫ অধ্যায়
পরিচালক ও পরিচারক ………… ১ তীমথিয় ৩ অধ্যায়
চরিত্র বৈশিষ্ট্য ……………..……………. ইয়োব ২৯ অধ্যায়
ভালবাসা সম্বন্ধে ………………… ১ করিন্থীয় ১৩ অধ্যায়
খ্রীষ্টিয়ানদের প্রশংসা - গান …. গীতসংহিতা ১৫ অধ্যায়
দৃঢ় বিশ্বাস ………………………… গীতসংহিতা ২৭ অধ্যায়
নতুন ভাবে পবিত্র হওয়া …………. রোমীয় ১২ অধ্যায়
বিবাহ বিচ্ছেদ …………………..………….. মথি ১৯ অধ্যায়
চাকুরীজীবিদের সম্পর্কে …………. কলসীয় ৩ অধ্যায়
চাকুরীদাতাদের সম্পর্কে …………… কলসীয় ৪ অধ্যায়
বিশ্বাস ………………………………………… ইব্রীয় ১১ অধ্যায়
পরিবার …………………………………. ইফিষীয় ৫-৬ অধ্যায়
সুন্দর নিয়ম …………………………………….. মথি ৭ অধ্যায় সবচেয়ে বড় আদেশ …………………..…. লূক ১০ অধ্যায়
নম্রতা ……………………………………………. লূক ১৮ অধ্যায়
বিচার ………………………………………. রোমীয় ১৪ অধ্যায়
ভালবাসার আইন-কানুন ………….…. রোমীয় ১৩ অধ্যায়
আত্মিক জীবন - যাপন …………….…. রোমীয় ৮ অধ্যায়
যীশুর আগমন প্রস্তুতি ……………..……. মথি ২৫ অধ্যায়
খ্রীষ্টের জন্য আলাদা হওয়া ……… ২ করিন্থীয় ৬ অধ্যায়
পর্বতের উপরে দেওয়া উপদেশ ……. মথি ৫ - ৭ অধ্যায়
ঈশ্বরের সৈন্য ……………………….….. ইফিষীয় ৬ অধ্যায়
স্তিফানের কাহিনী ……………….……….. প্রেরিত ৭ অধ্যায়
দশ আজ্ঞা …………………….…….. যাত্রাপুস্তক ২০ অধ্যায়
দশমাংশ …………………………………. মালাখি ৩ অধ্যায়
ঈশ্বরের পাহারাদার ………………… যিহিষ্কেল ৩৩ অধ্যায়
স্ত্রী বিষয়ে কথা ………………….. হিতোপদেশ ৩১ অধ্যায়
বুদ্ধিমান লোকের কথা ………. হিতোপদেশ ১৫ অধ্যায়
কাজ করার বিষয়ে ……………..………. যাকোব ২ অধ্যায়
সাক্ষ্য দেওয়া
যীশু স্বর্গে গেলেন ……………..………. প্রেরিত ১ অধ্যায়
যীশুর দেওয়া মহান আদেশ ……….. মথি ২৮ অধ্যায়
পিতর ও যোহনের ঘটনা …………….. প্রেরিত ৪ অধ্যায়
একটি খোঁড়া লোক …………..………. প্রেরিত ৩ অধ্যায়
মেসিডোনিয়ায় যাবার বিষয় ………… প্রেরিত ১৬ অধ্যায়
ফিলিপের প্রচার …………………………. প্রেরিত ৮ অধ্যায়
একজন চাষীর গল্প …………….……………. লূক ৮ অধ্যায়
যখন আপনি পাপে ডুবে গেছেন
ভুল পথে যাওয়া সম্পর্কে ……………. যিরমিয় ৩ অধ্যায়
ঈশ্বরের কাজে ফাঁকি …………..…………. লূক ১৪ অধ্যায়
অসংযত আচরণ ………….…… হিতোপদেশ ২৩ অধ্যায়
বিজয়ী হওয়া ……………… প্রকাশিত বাক্য ২-৩ অধ্যায়
অমিতাচার ………………………. গীত সংহিতা ৫১ অধ্যায়
উদ্দীপনা ………………..…………. ২ রাজাবলি ২৩ অধ্যায়
মৃত্যুর পরের জীবন
সংক্ষিপ্ত গীত - গান …………… গীত সংহিতা ৯০ অধ্যায়
স্বর্গের কথা …………….……… প্রকাশিত বাক্য ২১ অধ্যায়
শেষ বিচারের কথা ………… প্রকাশিত বাক্য ২০ অধ্যায়
লাসারের কাহিনী ………………………… যোহন ১১ অধ্যায়
পুনরুত্থানের বিষয় …………… ১ থিষলনীকীয় ৪ অধ্যায়
দ্বিতীয় আগমনের বিষয় …………….. ২ পিতর ৩ অধ্যায়
বাইবেলের গল্প কাহিনী
প্রাথমিক যুগ
১. এদোন বাগান ………….. আদিপুস্তক ২ - ৩ অধ্যায়
২. কয়িন ও হেবল ……………….. আদিপুস্তক ৪ অধ্যায়
৩. নোহের জাহাজ ……..….. আদিপুস্তক ৬ - ৮ অধ্যায়
৪. সদোমের ধ্বংস …………. আদিপুস্তক ১৮-১৯ অধ্যায়
৫. বেদীর উপরে ইসহাক …….... আদিপুস্তক ২২ অধ্যায়
৬. শাসনকর্তা যোসেফ আদিপুস্তক ৩৭, ৩৯, ৪৭ অধ্যায়
৭. টুকরির মধ্যে শিশু মোশি ……. যাত্রাপুস্তক ২ অধ্যায়
৮. লোহিত সাগর পার হওয়া ….. যাত্রাপুস্তক ১৪ অধ্যায়
একটি জাতি, ইস্রায়েল
৯. দুই গুপ্তচর ……………………………. যিহোশূয় ২ অধ্যায়
১০. যিরীহো শহরের পতন …….….. যিহোশূয় ৬ অধ্যায়
১১. সৈন্যদের মধ্যে এক চোর …….. যিহোশূয় ৭ অধ্যায়
১২. গিদিয়োন ও তার ৩০০ সাথী … বিচারকর্তৃগণ ৬ - ৭ অধ্যায়
১৩. শক্তিমান শিমশোন . বিচারকর্তৃগণ ১৩ - ১৬ অধ্যায়
১৪. ফসল কুড়ান রূত ………………… রূত ১ - ৪ অধ্যায়
১৫. বালক শমূয়েল …………… ১ শমূয়েল ১ - ৩ অধ্যায়
১৬. সাহসী রাজপুত্র যোনাথন …. ১ শমূয়েল ১৪ অধ্যায়
১৭. দায়ূদের দৈত্য বধ ………….. ১ শমূয়েল ১৭ অধ্যায়
১৮. নবী এলিয় ………………. ১ রাজাবলি ১৭ অধ্যায় থেকে ২ রাজাবলি ২ অধ্যায়
১৯. নবী ইলিশায় ……… ১ রাজাবলি ১৯ ; ২ রাজাবলি ২ - ৮ অধ্যায়
২০. একজন ইস্রায়েলীয় মেয়ে .. ২ রাজাবলি ৫ অধ্যায়
২১. যোনা, নীনবীতে যাও …………… যোনা ১ - ৪ অধ্যায়
২২. রানী ইস্টের ……………………. ইস্টের ১ - ১০ অধ্যায়
২৩. আইন - কানুনের বই পাওয়া গেল . ২ রাজাবলি ২২ অধ্যায়
২৪. জলন্ত আগুনের চুল্লী …………. দানিয়েল ৩ অধ্যায়
২৫. সিংহের গর্তে দানিয়েল …..….. দানিয়েল ৬ অধ্যায়
খ্রীষ্টের জীবনী
২৬. যীশুর জন্ম ……... মথি ২ অধ্যায় ও লূক ২ অধ্যায়
২৭. যীশুর পরীক্ষা ………………..…….….. মথি ৪ অধ্যায়
২৮. বিয়ে বাড়ীতে যীশু ……………………যোহন ২ অধ্যায়
২৯. যাকোবের কুয়ার পাশে এক মহিলা ….… যোহন ৪ অধ্যায়
৩০. ছাদের খোলা জায়গা দিয়ে …….… মার্ক ২ অধ্যায়
৩১. মৃত বালিকা জীবন পেল …………… মার্ক ৫ অধ্যায়
৩২. পাঁচ হাজার লোককে খাওয়ানো ….. যোহন ৬ অধ্যায়
৩৩. সাগরের উপর দিয়ে যীশু হেঁটে গেলেন …. মথি ১৪ অধ্যায়
৩৪. একজন অন্ধ দেখতে পেল ………. যোহন ৯ অধ্যায়
৩৫. দয়ালু শমরীয় …………………………. লূক ১০ অধ্যায়
৩৬. ঘর পালানো ছেলে …………………… লূক ১৫ অধ্যায়
৩৭. ধনী লোক ও লাসার ………………… লূক ১৬ অধ্যায়
৩৮. মৃত লোকটি জীবন পেল ….…… যোহন ১১ অধ্যায়
৩৯. যীশুর শেষ দিনগুলি …….. মথি ২৬ - ২৭ অধ্যায়
৪০. মৃত্যু থেকে যীশু জীবিত হলেন .. যোহন ২০ অধ্যায়
প্রথম যুগের মন্ডলী
৪১. মিথ্যার ফল মৃত্যু …………….……. প্রেরিত ৫ অধ্যায়
৪২. শৌল স্বর্গের আলো দেখলেন …. প্রেরিত ৯ অধ্যায়
৪৩. কর্ণীলিয়র মন পরিবর্তন ………. প্রেরিত ১০ অধ্যায়
৪৪. কেমন করে জেলের দরজা খুলে গেল …. প্রেরিত ১২ অধ্যায়
৪৫. প্রশংসা - গান জেলের দরজা খুলে দিল …… প্রেরিত ১৬ অধ্যায়
৪৬. জাহাজ ডুবিতে পৌল ……… প্রেরিত ২৭-২৮ অধ্যায়
৪৭. ঈশ্বরের শহর ……. প্রকাশিত বাক্য ২১ - ২২ অধ্যায়
( সি, এইচ, ইয়াটম্যানের লেখা খ্রীষ্টিয় কার্যকারীদের জন্য তৈরী পাঠ থেকে নেওয়া হয়েছে )
আপনার বাইবেল পড়ুন
কারণ, এতে রয়েছে ঈশ্বরের ইচ্ছা, মানুষের অবস্থা ও উদ্ধারের পথ এবং পাপীর ধ্বংস ও বিশ্বাসীদের সুখের বর্ণনা । বাইবেলের নীতিমালা পবিত্র, উপদেশমালা সুশৃংখল, ঐতিহাসিকভাবে সত্য এবং এর দেওয়া সিদ্ধান্ত অপরিবর্তনীয় ।
জ্ঞান লাভ করার জন্য এটি পড়ুন, রক্ষা পাবার জন্য বিশ্বাস করুন এবং পবিত্র জীবন - যাপনের জন্য অভ্যাস গড়ে তুলুন । এর উজ্জ্বল আলো আপনাকে পথ নির্দেশ করবে, আত্মার জন্য খাবার যোগান দেবে এবং আনন্দে থাকার জন্য সান্ত্বনা দেবে । এই বাইবেল হচ্ছে একজন ভ্রমণকারীর মানচিত্রের মতন, তীর্থযাত্রীর লাঠির মতন, পাইলটের কম্পাসের মতন, সৈন্যের তলোয়ারের মতন এবং খ্রীষ্টিয়ানদের জন্য সফল দিক নির্দেশকারী ।
এখানে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করা হয়েছে, স্বর্গের দরজা খুলে দেওয়া হয়েছে এবং নরকের দরজা প্রকাশ করে দেখিয়ে দেওয়া হয়েছে । খ্রীষ্ট হচ্ছেন এই বাইবেলের মূল বিষয় । আমাদের ভালো করতেই এটি সাজানো হয়েছে এবং ঈশ্বরের মহিমা হচ্ছে এর শেষ সত্য । এই বাইবেল আমাদের স্মৃতিতে ধরে রাখা উচিত যা আমাদের হৃদয়কে পরিচালনা করবে এবং চলার পথে দিক নির্দেশ করবে ।
প্রার্থনা সহকারে, বারবার, ধীরে ধীরে আপনার বাইবেল পড়ুন । তাহলে দেখবেন, এই বাইবেল হচ্ছে এক অপূর্ব সম্পদের খনি, এক স্বর্গীয় মহিমায় পূর্ণ এবং এক নদী আনন্দে ভরা । এই বাইবেল আপনাকে এমন এক জীবন দেবে, যে জীবন বিচার দিনে খোলা হবে এবং চিরকালের জন্য স্মরণীয় করে রাখবে । এই বাইবেল আপনার সবচেয়ে বড় দায়িত্ব সম্পর্কে আপনাকে সচেতন করে দেবে, সবচেয়ে মহৎ কাজের পুরস্কার দেবার কথা বলে দেবে এবং যারা পবিত্র বিষয় তুচ্ছ করে তাদের দোষী করবে ।