পান - সিগারেট ব্যবহার করা কি ভুল ? বাইবেল কি বলে , এটা পাপ ? যারা পান - তামাক জাতীয় বিভিন্ন নেশাতে অভ্যস্ত , তাদের কাছে কিছু বললেই এ ধরনের নানা প্রশ্ন তারা করে থাকে । না , বাইবেল নির্দিষ্টভাবে পান - তামাক জাতীয় নেশা সম্পর্কে কিছু বলে নাই । কিন্তু এমন কিছু নির্দেশ দিয়েছে যাতে মানব জাতির , পুরুষ ও স্ত্রী লোকের জীবন সেই নীতিমালায় পরিচালিত হয় ।
আসুন, আমরা কিছু শাস্ত্রীয় পদ দেখি , কিভাবে এগুলো এই বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা যায় । ঈশ্বর সাবধান করে দিয়েছেন , “ তোমরা পাপ স্বভাবের কামনা - বাসনা থেকে দূরে থাক , কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে “ ( ১ পিতর ২ : ১১ পদ ) । “ অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে । তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার কর “ ( ১ করিন্থীয় ৬ : ২০ পদ ) । “ যদি কেউ ঈশ্বরের থাকবার ঘর নষ্ট করে তবে ঈশ্বরও তাকে নষ্ট করবেন , কারণ তাঁর থাকবার ঘর পবিত্র, আর তোমরাই সেই ঘর” ( ১ করিন্থীয় ৩ : ১৭ পদ ) । “ তোমরা ভুল করো না, ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না ; কারণ যে যা বুনবে সে তা - ই কাটবে । পাপ স্বভাবকে খুশি করবার বীজ বুনলে তা থেকে ধ্বংসের ফসল আসবে । কিন্তু পবিত্র আত্মাকে খুশি করবার বীজ বুনলে তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে “ ( গালাতীয় ৬ : ৭ , ৮ পদ ) ।
পান - সিগারেট , তামাক চিবানো , গুল বা নস্যি টানা কি দেহের জন্য খাবার হতে পারে ? আপনি কি আপনার স্বর্গীয় পিতার কাছে দেহের পুষ্টি সাধনের জন্য এগুলো চাইতে পারেন - “ যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও “ ( মথি ৬ : ১১ পদ ) । জগতের আজেবাজে জিনিস ঈশ্বরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করা এবং তা অন্যদের সাথে ভাগাভাগি করাও তো পাপ । বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন তামাক জাতীয় জিনিসের উৎপাদন করা হয়, এবং অন্য অর্থে সুস্পষ্টভাবে প্রচুর অর্থ ছাই হয়ে যায় , ধোয়া হয়ে যায় , পরিবার ধ্বংস করে , স্নায়ু ধ্বংস করে , হৃদয় ভেঙ্গে দেয় এবং মৃত্যুকেও ডেকে আনে ।
এটাও প্রমাণিত হয়েছে যে পান - সিগারেট গলাতে, মাড়ীতে জ্বালাপোড়া সৃষ্টি করে , হজমে বাধা দেয় , ক্যান্সার ও পেটে আলসার ঘা বানায় ; স্নায়ু দুর্বলতার কারণ হয় , বুকের দোষ এবং আয়ু কমিয়ে দেয় ।
প্রভু ঈশ্বর নবী যিশাইয়ের মধ্য দিয়ে একথা বলেছেন : “ যা কোন খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে ? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে ? শোন , আমার কথা শোন , যা ভাল তা - ই খাও ; তাতে সবচেয়ে ভালো খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে “ ( যিশাইয় ৫৫ : ২ পদ ) ।
অনেক পয়সা খরচ করে পান , সিগারেট , তামাক পাতা , গাঁজা ইত্যাদি কেনে , অথচ তাদের ছেলেমেয়েদের জীবনের জন্য প্রয়োজনীয় জিনিস - খাবার, কাপড় , এমন কি বাসস্থান দিতে বিরত থাকে । তাহলে আপনি কি বলতে পারেন যে এই অভ্যাস ভাল, খাঁটি , নির্দোষ এবং অন্যের জন্যও ক্ষতিকর নয় ? খ্রীষ্টের ক্রুশের দ্বারা জগতের পাপ থেকে আলাদা হওয়া একজন পবিত্র লোক কি এমন কাজ করতে পারে ? অথবা, এটা কি একটা অস্বাভাবিক দৈহিক অভ্যাস ? এটা পাপ , কারণ এটা মাংসিক অভিলাষা, যা বাইবেল মন্দ বলে । “ যারা পাপ - স্বভাবের অধীন তাদের মন পাপ - স্বভাব যা চায় তাতে আগ্রহী ; আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী “ ( রোমীয় ৮ : ৫ পদ ) ।
একজন ব্যক্তি পান - সিগারেট বা তামাক জাতীয় জিনিস ব্যবহার করলে কি ঈশ্বরের গৌরব করতে পারে ? “ সেইজন্য তোমরা খাওয়া-দাওয়া কর আর যা - ই কর , সবকিছু ঈশ্বরের গৌরবের জন্য করো “ ( ১ করিন্থীয় ১০ : ৩১ পদ ) । আমাদের প্রভু কি পান - তামাক জাতীয় কিছু ব্যবহার করেছেন ? একবাক্যে আমরা বলতে পারি , তিনি ব্যবহার করেন নাই ! “ এই রকম একজন পবিত্র , দোষ শূন্য ও খাঁটি মহাপুরোহিতেরই আমাদের দরকার ছিল । তিনি পাপী মানুষের চেয়ে আলাদা “ ( ইব্রীয় ৭ : ২৬ পদ ) ।
এইসব প্রশ্নের মধ্য দিয়ে পবিত্র শাস্ত্রের বাক্য গুলোর মধ্য দিয়ে এবং যুক্তি-গ্রাহ্য কারণের মধ্যে দিয়ে আপনি কি ঈশ্বরকে একাকী আপনার সাথে কথা বলতে দেবেন ? আপনার নিজের সব ইচ্ছাকে বিরত রেখে , সকল স্বার্থপর যুক্তিকে এবং আত্ম - ধার্মিকতাকে একপাশে সরিয়ে রেখে, এইসব নোংরা বস্তুকে ‘সব কিছু দেখার ক্ষমতা সম্পন্ন ‘ সেই পবিত্র ঈশ্বরের সামনে রেখে দিয়ে তাঁর অধীনতা মেনে নেবেন ? তারপর, তরুণ শমূয়েলের মত বলবেন: “ বলুন, আপনার দাস শুনছে “ ( ১ শমূয়েল ৩ : ১০ পদ ) ।
পান - তামাক জাতীয় বস্তু আর ব্যবহার করার কোন প্রয়োজন নাই , যদিও আপনি হয়তো বা অনেকদিন ধরে তা ব্যবহার করছেন । অন্য অনেকেই ঈশ্বরের অনুগ্রহে পান - তামাক জাতীয় বস্তু ব্যবহার ছেড়ে দিয়েছে । যীশু বলেছেন : “ কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয় ; তাঁর পক্ষে সবই সম্ভব “ ( মার্ক ১০ : ২৭ পদ ) । প্রার্থনা এবং আত্ম - ত্যাগের মাধ্যমে এইসব লোকেরা সম্পূর্ণভাবে এই অভ্যাস ছেড়ে দিয়েছে ; এবং প্রলোভন এলে বলেছে , “ না “ এবং তাদের হৃদয় ও মনকে আত্মিক বিষয় এবং চিন্তায় পূর্ণ করেছে । একজন লোকের একসময় ভীষণ সিগারেটের নেশা ছিল । তিনি বলেছেন ; “ যখন আমি সম্পূর্ণভাবে সিগারেট ছেড়ে দিতে মনস্থ করি, তখন থেকে আমি আমার শার্টের পকেটে একটা ছোট নতুন নিয়ম রাখতে শুরু করি , যেখানে আগে সিগারেটের প্যাকেট রাখতাম । তবে কাজ থামিয়ে আমি যখন কারও সাথে কথা বলি , অথবা অন্য কিছু করি তখন অভ্যাস বশে পকেট থেকে সিগারেট বের করার পরিবর্তে নতুন নিয়ম বের করে দুই একটা পদ পড়ে ফেলি “ ।
“ পবিত্র আত্মাকে নিভিয়ে ফেলো না “ ( ১ থিষলনীকীয় ৫ : ১৯ পদ ) “ তাহলে দেখা যায় , সৎ কাজ করতে জেনেও যে তা না করে সে পাপ করে “ ( যাকোব ৪ : ১৭ পদ ) । “ একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু “ ( হিতোপদেশ ১৪ : ১২ পদ ) । “ প্রিয় বন্ধুরা , আমাদের জন্য এই সব প্রতিজ্ঞা করা আছে বলে এস , আমরা দেহ ও অন্তরের সমস্ত অশুচিতা থেকে নিজেদের শুচি করি এবং ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে পরিপূর্ণ পবিত্রতার পথে এগিয়ে চলি “ ( ২ করিন্থীয় ৭ : ১ পদ ) । “ যদি তোমরা পাপ - স্বভাবের অধীনে চল তবে তোমরা চিরকালের জন্য মরবে । কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেল তবে চিরকাল জীবিত থাকবে “ ( রোমীয় ৮ : ১৩ পদ ) । “ যে কেউ খ্রীষ্টের উপর এই আশা রাখে সে নিজেকে খাঁটি করতে থাকে যেমন খ্রীষ্ট খাঁটি “ ( ১ যোহন ৩ : ৩ পদ ) ।