সবাই পাপ করেছে
আজকের পৃথিবীতে এমন লোক আছে যে বলে, ‘আমি স্বর্গে যাবার মত এত ভাল না আবার নরকে যাবার মত এত খারাপও না ।’ তারা মনে করে তারা বেশ ভাল আছে এবং ঈশ্বর যে কোন ভাবে তাদেরকে স্বর্গে স্থান দেবেন ।
মানুষের বিষয়ে বাইবেল কি বলে ? বাইবেল বলে, “ অন্তর সব কিছুর চেয়ে ঠগ, তাকে কোন রকমে ভাল করা যায় না ।” ( যিরমিয় ১৭ : ৯ ক পদ ) । “কারণ, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে ।” ( রোমীয় ৩ : ২৩ পদ ) । “নির্দোষ কেউ নেই , একজনও নেই ;” ( রোমীয় ৩ : ১০ খ পদ ) । সবাই পাপ করেছে । আমি করেছি - আপনি করেছেন । আমরা সেই লোকটির মত যে বনে হারিয়ে গিয়েছিল । শেষ পর্যন্ত সে কি করতে হবে বুঝতে না পেরে বসে রইল এবং অপেক্ষা করতে থাকল যেন কেউ তাকে দেখতে পায় । আপনি কি হারিয়ে গেছেন ? আপনি কি জানেন কোথায় যেতে হবে ?
আপনার জন্য আশা
হারিয়ে যাবার ও পাপে জীবন- যাপন করার প্রয়োজন আপনার নেই । হতাশ হবারও দরকার নেই । যীশু খ্রীষ্ট সুখী জীবন - যাপনের জন্য পথ খুলে দিয়েছেন । তিনি আপনার জন্য স্বর্গের দরজাও খুলেছেন । হতে পারে আপনি ভিখারীর মত গরীব অথবা কোটিপতির মত ধনী , খুব সম্মানিত কেউ অথবা তা নন, প্রভু যীশুকে গ্রহণ করার একটি সুযোগ আপনার আছে । যীশু তাঁর বাক্যে বলেছেন, “ যে আমার কাছে আসে তাকে আমি কোনমতেই বাইরে ফেলে দেব না ,” ( যোহন ৬ : ৩৭ খ পদ ) । আপনার জন্যও আশা আছে । আপনি সব মানুষের এই বন্ধুর কাছে আসতে পারেন এবং আপনার পাপ থেকে উদ্ধার পেতে পারেন ।
যীশু আপনাকে শান্তি দেবেন
একজন শিক্ষক তার সোনার ঘড়িটা হাতে নিয়ে বললেন, ‘ যে ঘড়িটি নিতে এখানে আসবে, ঘড়িটা তার হবে ।’ ক্লাসের সবচেয়ে ছোট ছেলেটি ছাড়া আর কেউ এগিয়ে আসল না । অন্য সবাইকে অবাক করে, সে ঘড়িটা পেল । তারা শিক্ষককে ঠিক বিশ্বাস করতে পারছিল না । তারা ভাবল, উপহারটি বেশ ভালই ছিল । এখন সুযোগ চলে গেছে । ছোট ছেলেটি পুরস্কারটি পেয়ে গেল ।
যীশু এর চেয়েও বড় পুরস্কার আমাদের জন্য রেখেছেন । তিনি বলেছেন, “ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এস; আমি তোমাদের বিশ্রাম দেব ।’ ( মথি ১১ : ২৮ পদ ) । অনেকে এর মধ্যে এই ডাকে সাড়া দিয়েছেন । আপনিও কি এই ডাকে সাড়া দিতে চান ? তিনি এখনই আপনাকে ডাকছেন কারণ এই কথাগুলি আপনার জন্যই । আপনি যদি পাপের ভারে ক্লান্ত হয়ে থাকেন, যদি সমস্যায় পড়ে থাকেন, জীবনে দুশ্চিন্তার বিষয়গুলি যদি আপনার দেহের কাছে পাথরের মত ভারী মনে হয়, যীশুর কাছে আসুন, তিনি আপনাকে বিশ্রাম দেবেন । তিনি আপনার পাপময় অতীত মুছে দিবেন। তিনি আপনার চিন্তা - ভাবনার ভার দূরে সরাবেন । আপনি তাঁর উপর সব সমস্যা ছেড়ে দিতে পারেন, কারণ তিনি আপনার যত্ন নেবেন । তিনি এখন আপনাকে সাহায্য করার জন্য তাঁর হাত বাড়িয়ে দিচ্ছেন ।
আপনি এখনই যীশুর দান গ্রহণ করতে পারেন
ছোট ছেলেটি তার শিক্ষককে বিশ্বাস করেছিল , টেবিল পর্যন্ত হেঁটে গিয়েছিল এবং তা - ই ঘড়িটি পেয়েছিল । একইভাবে আপনিও দান গ্রহণ করতে পারেন, যা যীশু আপনাকে দিতে চান ।
আপনি হয়ত মনে মনে বলবেন, ‘ আমি কি করব ?’ ঈশ্বরের বাক্য এই কথা বলে, “ প্রভু যীশুর উপর বিশ্বাস করুন, তাহলে পাপ থেকে উদ্ধার পাবেন ।” ( প্রেরিত ১৬ : ৩১ খ পদ ) । প্রভুর দিকে চেয়ে দেখলে আপনি দেখবেন আপনি কতটা পাপী এবং বলবেন, ‘ আমার কোন আশা নেই । এভাবে আমি প্রভুর কাছে আসতে পারি না ।’ যীশুর কথা শুনুন, “ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এস;” তিনি আপনাকে আপনার পাপ থেকে মুক্ত হয়ে, আপনার জীবন পরিষ্কার করে আসতে বলেন নি । না, আপনি যেমন আছেন ঠিক তেমন ভাবেই আসুন । তাঁকে আপনার পাপের কথা খুলে বলুন, আপনার সমস্যার কথা বলুন এবং যাদের সাথে আপনি অন্যায় করেছেন, তাদের কাছে ভুল স্বীকার করুন । বিশ্বাস করুন যে যীশু আপনার কথা শোনেন । যীশুর কাছে এগিয়ে আসুন, বিশ্বাস করুন, যেমন সেই ছেলেটি করেছিল তাহলে যীশু আপনার মনে শান্তি দেবেন এবং আপনার আত্মাকে বিশ্রাম দেবেন ।
আসুন দেখি যীশু আরও কি বলেছেন । “আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকে ( ঈশ্বরকে ) বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে । তাকে দোষী বলে স্থির করা হবে না; সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে ।” ( যোহন ৫ : ২৪ পদ ) । শেষ অংশটুকু লক্ষ্য করুন, “ মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে ।” এতে বেশি সময়ের দরকার হয় না । পাপের বেতন দেয়া হয়ে গেছে এবং ঠিক এখন আপনি মুক্ত হতে পারেন । যীশু ক্রুশে মরে আমাদের পাপের জরিমানা দিয়েছেন । সেখানে আপনার পাপের বেতন শোধ হয়েছে । কিন্তু আপনাকে অবশ্যই যীশুর দিকে দৃষ্টি রাখতে হবে , যিনি আপনার পরিবর্তে ক্রুশের উপর প্রাণ দিলেন ।
আপনি কি এটা বিশ্বাস করেন ? যীশুর বাক্যে নির্ভর করে কি আপনি যীশুকে গ্রহণ করতে পারেন এবং আপনার পাপ ও সমস্যার ভার তাঁর উপর ছেড়ে দিতে পারেন ? এখন তাঁর কাছে প্রার্থনা করুন, আপনার পাপ স্বীকার করুন এবং বিনামূল্যের দান - শান্তি গ্রহণ করুন ; নতুন করে আবার জন্মগ্রহণ করুন এবং ঈশ্বরের একজন সন্তান হোন । বাইবেলের যোহন তৃতীয় অধ্যায়ে যীশু বলেন, “আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার ।” এর মানেই হলো পবিত্র আত্মাতে জন্ম হওয়া ।
আপনি খ্রীষ্টের সাথে আনন্দে থাকতে পারেন
যীশুকে গ্রহণ করাতে পাপের প্রতি আপনার পুরানো ইচ্ছা দূর হয়ে যাবে । পাপ মোটেও আকর্ষণীয় মনে হবে না । আপনার হৃদয় শান্তিতে ভরে যাবে এবং জগতের বোকামি আপনার কাছে ভালো লাগবে না । আপনি বাইবেল পড়ে আনন্দ পান । আপনি এটা মনোযোগ দিয়ে পড়েন ও এর কথা শোনেন । আপনি এখন তাদেরও ভালোবাসেন আগে যাদের বেশি পছন্দ করতেন না । বাড়ীতে এবং গীর্জায় প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং শক্তি গ্রহণ করেন যেন শয়তানকে না বলতে পারেন । যখন পরীক্ষা বা প্রলোভন আসে, আপনি জানেন যে ঈশ্বর সব সময় কাছে আছেন, কঠিন অবস্থার মধ্যেও আপনাকে সাহায্য করতে প্রস্তুত । খ্রীস্টিয় জীবন যতই বেড়ে উঠবে ততই আপনি বাইবেল পড়তে ও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আরও বেশি সময় দেবেন । আপনি অনুভব করেন যে প্রার্থনাই হল ‘ খ্রীষ্টিয়ানের জীবনদায়ী শ্বাসপ্রশ্বাস ‘ - এটা ছাড়া আপনি চলতে পারেন না ।
আপনি যীশুর জন্য কাজ করতে পারেন
প্রভু যে আপনাকে পাপ থেকে উদ্ধার করেছেন তা জেনে আপনি তাঁর জন্য কিছু করতে চান । প্রভুর সাথে আপনার অভিজ্ঞতার কথা আপনি অন্যদের কাছেও বলতে শুরু করবেন । আপনার হৃদয় আনন্দে উপচে পড়বে এবং আপনি চাইবেন অন্যরাও যেন এই অভিজ্ঞতা অর্জন করতে পারে ।
যখন আপনি আরও ভাল ভাবে বাইবেলের বিষয় শিখবেন, আপনি আরও বেশি অগ্রসর হবেন এবং যারা পাপের মধ্যে আছে তাদের সাহায্য করবেন । আবার গীর্জার অন্যান্য কাজে আপনি সাহায্য করতে পারেন । আপনি ছেলে - মেয়েদের রবিবারের স্কুলে, বাইবেল ক্লাস ও গীর্জা পরিচালনায় সাহায্য করতে পারেন । আপনি লোকদের মধ্যে প্রভুর সাক্ষী হতে পারেন । ঈশ্বর আপনাকে এক সক্রিয় খ্রীস্টিয় জীবনে চালাবেন । ঈশ্বর আপনার জীবনের জন্য যা করেছেন তার জন্য আপনি এভাবে ঈশ্বরকে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পারেন । প্রত্যেক খ্রীষ্টিয়ানকেই ঈশ্বর তাঁর সেবা করার জন্য ডেকেছেন ।
এ বিষয়ে প্রেরিত পৌল আমাদের কয়েকটি ভাল নির্দেশ দেন । তিনি বলেন, “ …….. আমার প্রিয় ভাইয়েরা, শক্ত হয়ে দাঁড়াও, কোন কিছু যেন তোমাদের নড়াতে না পারে । সব সময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও , কারণ তোমরা জান, তাঁর কাজের জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় ।” ( ১ করিন্থীয় ১৫ : ৫৮ পদ ) ।
একটি বিষয় আমরা অবশ্যই ভুলব না আর তা হল বাইবেলের কথা ও পবিত্র আত্মার বাধ্য হওয়া, যা আমাদের সত্য পথে চালায় । যীশু অত্যন্ত জোর দিয়ে বলেন যে, আমাদের অবশ্যই স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করতে হবে । বাইবেলে পড়ুন , ( মথি ৭ : ২১ পদ ) ।
ঈশ্বর আপনাকে পুরস্কার দেবেন
তাহলে কিভাবে ঈশ্বর আপনাকে পুরস্কার দেবেন ? আসলে পুরস্কারের দুইটি ধাপ আছে । একটা হল এখানে এ জীবনকালেই । অপরটি পরকালে, মৃত্যুর পর, যদি আমরা ঈশ্বরের অনুগ্রহে বিজয়ী ও বাধ্য জীবন যাপন করি । এরকম জীবন আমাদের বর্তমান জীবনের জন্য আশীর্বাদ বয়ে এনেছে ।
আসুন, আমরা আবার যীশুর বাক্যের দিকে লক্ষ্য করি, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগত যেভাবে দেয় আমি সেই ভাবে দিই না । তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে ।” ( যোহন ১৪ : ২৭ পদ ) । এখানে যীশু যে শান্তির কথা বলেছেন তা শুধু ঐ লোকদের জন্য যাদের পাপ ক্ষমা হয়ে গেছে, যাদের হৃদয় যীশুর রক্তে ধুয়ে সাদা হয়েছে । এই শান্তি তাদের জন্য যারা সম্পূর্ণভাবে যীশুকে তাদের জীবন দিয়ে দিয়েছে । খ্রীষ্টিয় জীবনে একটি আশীর্বাদ হল শান্তি যা যীশু মানুষকে দিয়েছেন । আপনি আপনার হৃদয়ে শান্তি পেতে পারেন , যদি আপনি আপনার সব সমস্যায় প্রভুর দিকে ফিরে আসেন । এটাই পুরস্কারের অংশ ।
যীশু আপনাকে প্রলোভন প্রতিরোধ করতে সাহায্য করেন । যখন আপনি সাহায্যের জন্য তাঁকে ডাকেন, তিনি আপনার প্রার্থনা শোনেন ।
যদি আপনি প্রভুর কাছে বিশ্বস্ত থাকেন, আপনি স্বর্গে পুরস্কার পাবেন । আপনার এই জীবনে হতাশা আসতে পারে, কিন্তু স্বর্গে আপনি অনন্ত সুখ পাবেন । আপনি যখন স্বর্গে যাবেন তখন আপনার এই জীবনের সব সমস্যা ও দুশ্চিন্তা মুছে যাবে । আপনি ঈশ্বর ও স্বর্গ দূতদের এবং সব বিশ্বস্ত খ্রীষ্টিয়ানদের সাথে অনন্তকাল বাস করবেন । এই হল অনন্ত পুরস্কার ।
যীশু শীঘ্রই আসছেন
বাইবেল আমাদের বলে, যীশু আবার ফিরে আসবেন । তিনি আগের মত প্রেমময় উদ্ধার কর্তা হয়ে আসছেন না । এবার তিনি একজন বিচারক হয়ে আসবেন এবং তিনি “....... প্রত্যেক লোককে তার কাজ অনুসারে ফল দেবেন ।” ( মথি ১৬ : ২৭ খ পদ ) । পাপীরা শয়তান ও তার দূতদের জন্য প্রস্তুত করা জায়গায় যাবে । তাদের আশা থাকবে না । পাপের ক্ষমা পাবার জন্য আর কেউ তাদেরকে ঈশ্বরের দিকে ফেরাতে পারবে না । বাইবেল এটাকে এভাবে বর্ণনা করেছে, “ তাদের বাইরের অন্ধকারে ফেলে দেয়া হবে । সেখানে লোকেরা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁত ঘষতে থাকবে ।” ( মথি ৮ : ১২ খ পদ ) । যীশু আমাদের জায়গাটির বিষয়ে সতর্ক করেছেন, “........ সেই নরকে মরা মানুষের মাংস খাওয়া পোকারা কখনও মরে না, আর সেখানকার আগুন কখনও নেভে না ।” ( মার্ক ৯ : ৪৮ পদ ) ।
প্রভু যখন আসবেন তখন আপনি ভয় পাবেন না, যেহেতু আপনি প্রভুর একজন সন্তান । যীশু তাঁর সন্তানদের স্বর্গের বাসস্থানে নিয়ে যাবার জন্য আসছেন । তিনি আপনাকে বলেন, “ ……… তোমরা সাবধান হও, সতর্ক থাক ও প্রার্থনা কর, কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জান না ।” ( মার্ক ১৩ : ৩৩ পদ ) ।