অনুসন্ধান সূচক লোড হচ্ছে...
কোনো সাম্প্রতিক অনুসন্ধান নেই
কোন ফলাফল নেই জন্য "Query here"
দ্বারা অনুসন্ধান FlexSearch
আপনি যে পৃষ্ঠাটি খুঁজছেন সেটি নেই বা সরানো হয়েছে।
পান - সিগারেট ব্যবহার করা কি ভুল ? বাইবেল কি বলে , এটা পাপ ? যারা পান - তামাক জাতীয় বিভিন্ন নেশাতে অভ্যস্ত , তাদের কাছে কিছু বললেই এ ধরনের নানা প্রশ্ন তারা করে থাকে । না , বাইবেল নির্দিষ্টভাবে পান - তামাক জাতীয় নেশা সম্পর্কে কিছু বলে নাই । কিন্তু এমন কিছু নির্দেশ দিয়েছে যাতে মানব জাতির , পুরুষ ও স্ত্রী লোকের জীবন সেই নীতিমালায় পরিচালিত হয় ।
আপনি কি নিঃসঙ্গতা অনুভব করেন, অথবা হৃদয়ের গভীরে এক ধরনের অপরাধবোধ এবং ভয় অনুভব করেন? আপনি কি কখনও আপনার জীবনের উদ্দেশ্যের বিষয়ে চিন্তা করেন? অনেকেই এ ধরনের অনুভূতির উত্তর খুঁজে পেতে চেষ্টা করে থাকে। কোন উৎসব অথবা বিনোদন কিছু সময়ের জন্য এই অনুভূতিগুলিকে দূরে সরিয়ে রাখতে পারে। সম্ভবতঃ তারপরেই এইগুলি আগের চেয়ে আরো কঠিনভাবে আপনার জীবনে ফিরে আসে। সৃষ্টির শুরুতেই ঈশ্বর মানুষকে নির্দোষ করে সৃষ্টি করেছিলেন। মানুষের কোন সমস্যা ছিল না। কিন্তু শয়তান এসে মানুষকে বিপথে চালিয়ে ঈশ্বরের অবাধ্য করল। মানুষ পাপের মধ্যে পড়ল। সে আর নির্দোষ থাকতে পারল না। সেই সময় থেকেই সব মানুষ পাপী।
যেহেতু আমি একজন খ্রীষ্টিয়ান এবং পরিত্রাণ বা উদ্ধার পেয়েছি , মানে পাপের ক্ষমা পেয়েছি ; এবং পবিত্র আত্মা আমার হৃদয়ে বাস করেন , সেহেতু স্বর্গে আমার অধিকার আছে । আমি আমার অতীত জীবনের পাপ সকল স্বীকার করেছি এবং ত্যাগ করেছি । “ যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না , কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায় ।” ( হিতোপদেশ ২৮ : ১৩ পদ ) । যীশুর রক্তের মাধ্যমে আমি সম্পূর্ণ ক্ষমা ও মুক্তি লাভ করেছি । “ এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি , অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি ।” ( কলসীয় ১ : ১৪ পদ ) । যীশু আমার হৃদয়ে বাস করাতে আমার অসংযত ইচ্ছা , হালকা মনোভাব , নোংরা কথাবার্তা , কৌতুক , গালাগালি , জাগতিক আনন্দ স্ফুর্তি , গর্ব এবং অন্যান্য পাপে পূর্ণ আমোদ - প্রমোদ এর ইচ্ছা দূর হয়ে গেছে ।