ভবিষ্যৎ জীবন

এই মুহূর্তে আপনি বেঁচে আছেন; আপনি নিঃশ্বাস নিচ্ছেন; প্রতিদিনই কিছু খাবার খাচ্ছেন ও জল পান করছেন। আমরা চলাফেরা করি অথবা কাজ করি এবং ঘুমাই। হয়তো আমরা আরামে জীবন কাটাই অথবা কষ্টে থাকি। সূর্য উঠে আবার অস্ত যায়; কোথাও একটি শিশু জন্ম নিচ্ছে, কিন্তু আবার কোথাও প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। পুরো জীবনটাই একটা অস্থায়ী ব্যবস্থা কিন্তু মৃত্যুর পর আমি কোথায় যাই? যদিও আমি একজন নামমাত্র খ্রীষ্টিয়ান: অথবা একজন মুসলমান , অথবা একজন হিন্দু , অথবা একজন বৌদ্ধ, অথবা একজন ইহুদী, অথবা অন্য কোন ধর্মের কেউ অথবা কোন ধর্মে বিশ্বাস করি না —— কিন্তু কোথায়? আপনার আত্মা কখনও মরবে না