আমরা যখন কোন স্থানে বা কাজের জায়গায় কোন বন্ধু - বান্ধবের সাথে দেখা করে বিদায় নিই , তখন প্রায়ই এই কথাটি শুনে থাকি । কিন্তু আমরা কি আশা করি , কি করলে ঐ দিনটি সত্যিই ভালো হবে ? কোন সমস্যা এবং দ্বন্দ্ব ছাড়া দিনটি ভালো যাবে এবং সকলেই আমাদের সাথে ভাল ব্যবহার করবে ?
অনেক বছর আগে বিদায় নেবার সময় একটি সাধারণ কথা প্রচলিত ছিল , “ ঈশ্বর আপনার সঙ্গে থাকুন ।” সময়ের সাথে সাথে কথাটি সংক্ষেপ হয়ে দাঁড়িয়েছে , “ আবার দেখা হবে , “ কিন্তু মূল কথাটির অর্থ হারিয়ে গেছে । যাই হোক , “ভালো থাকুন “, কথাটির একমাত্র বাস্তব ও সত্যিকার অর্থ হচ্ছে , সময়টা ঈশ্বরের সাথে কাটান ।
কি শুভ দিন , হে ত্রানেশ্বর
যে দিনে মন হইল স্থির
বাসনা সব তোমার উপর
করিনু স্থাপন হইয়া ধীর
শুভ দিন , শুভ দিন
ধুলেন যীশু মোর পাপ যে দিন !
আর শিক্ষা দিলেন জাগিতে ,
প্রার্থনা রত থাকিতে ,
শুভ দিন , শুভ দিন
ধুলেন যীশু মোর পাপ যে দিন ।
প্রিয় বন্ধু , কবির বলা গানের মতন আপনি কি এইরকম “শুভদিন” এর অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন ? এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা এবং সত্যিকার খ্রীষ্টিয়ানের আন্তরিক আকাঙ্ক্ষা যেন প্রত্যেকেই নতুন জন্ম লাভ করে ও প্রতিদিন উদ্ধারের আনন্দের অভিজ্ঞতা লাভ করে ।
আমাদের উদ্ধার কর্তার সাথে দিনের পর দিন চলতে চলতে আমরা শান্তি ও আনন্দ পাব , যা কোন জাগতিক পরীক্ষায় ম্লান হবে না । তার চেয়েও ভালো, আমরা যদি সামনের দিকে লক্ষ্য করি এবং আমাদের উদ্ধার কর্তার সাথে স্বর্গের অনন্তকালীন শান্তি ও আনন্দ পেতে সমর্থ হই । সেই জন্য আপনার প্রতি আমাদের একান্ত ইচ্ছা যেন আপনার কাছ থেকে বিদায় নেবার সময় সত্যিই বলতে পারি -
ভালো থাকুন !
আমাদের বিশ্বাসের পরিচয়
আমি একজন নতুন জন্ম পাওয়া খ্রীষ্টিয়ান, ঠিক যেভাবে ঈশ্বরের বাক্য আমাকে শিখিয়েছে । যোহন ৩ : ৩ পদ এবং ১ পিতর ১ : ২৩ পদ ।
আমি চার্চ অফ গড ইন খ্রাইষ্ট , মেনোনাইট এর একজন সদস্য , কারণ এখানে আমি একই বিশ্বাস এবং সত্যিকার ভাতৃ সুলভ ভালোবাসা পেয়েছি । ইফিষীয় ৪ : ৪ - ৬ পদ এবং ১ যোহন ৩ : ১৪ পদ ।
আমরা বিশ্বাস করি যে , ঈশ্বর এক অনন্তকালীন সর্বশক্তিমান ও সবজান্তা ঈশ্বর, যিনি নিজেকে পিতা, পুত্র ও পবিত্র আত্মা এই তিন সত্ত্বায় প্রকাশ করেছেন এবং সম্পূর্ণ বাইবেল সরাসরি ঈশ্বর কর্তৃক প্রকাশিত , অনুপ্রাণিত এবং বিশ্বাসযোগ্য । আদি পুস্তক ১ : ১ পদ ; যিশাইয় ৪৬ : ৯ , ১০ পদ ; যোহন ১ : ১ পদ , ৩ : ১৬ পদ , ১৬ : ৭ - ১৫ পদ ; ১ যোহন ৫ : ৭ পদ ; ২ তীমথিয় ৩ : ১৬ পদ ; মথি ২৪ : ৩৫ পদ এবং ২ পিতর ১ : ২১ পদ ।
আমরা বিশ্বাস করি যে , আমাদের খাঁটি এবং সৎ জীবন - যাপন করা উচিত , সরল ও বিনয়ী আচরণও করা উচিত । আমরা বিশ্বাস করি , ঈশ্বর চান যেন তাঁর সন্তানেরা যীশুর ভালোবাসার আত্মার অনুকরণ করে এবং তাদের সঙ্গী-সাথীদের সাথে শান্তিতে ও দয়ার মনোভাবে বাস করে । আমাদের আকাঙ্ক্ষা যেন সব কিছুতেই আমরা ঈশ্বরকে সম্মান দেই এবং বাইবেলের সাক্ষ্য অনুসরণ করেই সৃষ্টিতত্ত্বে বিশ্বাস করি , যা আমাদের শিখিয়েছে পুরুষদের দাড়ি রাখা উচিত এবং স্ত্রী লোকদের ভক্তিপূর্ণ বিনয়ে মাথা ঢেকে রাখা উচিত । আদি পুস্তক ১ : ৩১ পদ ; লেবীয় পুস্তক ১৯ : ২৭ পদ ; দ্বিতীয় বিবরণ ২২ : ৫ পদ ; ১ করিন্থীয় ১১ : ৫ - ১৪ পদ এবং রোমীয় ১২ : ২ পদ ।
আমরা বিশ্বাস করি যে , সুসমাচার “ সকলের জন্য “ । এই কারণে আমরা সুসমাচার সাহিত্য , ব্যক্তিগত সাক্ষ্য , সুসমাচার প্রচার সভা করে এই মহামূল্য পরিত্রান বা উদ্ধারের বাণী আমাদের প্রতিবেশীদের কাছে এবং অন্যান্য দেশেও প্রচার করতে উদ্যোগ নিয়ে থাকি । মথি ২৮ : ১৯, ২০ পদ ; প্রেরিত ১৭ : ৩০ পদ এবং প্রকাশিত বাক্য ২২ : ১৭ পদ ।