যেহেতু আমি একজন খ্রীষ্টিয়ান এবং পরিত্রাণ বা উদ্ধার পেয়েছি , মানে পাপের ক্ষমা পেয়েছি ; এবং পবিত্র আত্মা আমার হৃদয়ে বাস করেন , সেহেতু স্বর্গে আমার অধিকার আছে । আমি আমার অতীত জীবনের পাপ সকল স্বীকার করেছি এবং ত্যাগ করেছি । “ যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না , কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায় ।” ( হিতোপদেশ ২৮ : ১৩ পদ ) । যীশুর রক্তের মাধ্যমে আমি সম্পূর্ণ ক্ষমা ও মুক্তি লাভ করেছি । “ এই পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি , অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি ।” ( কলসীয় ১ : ১৪ পদ ) । যীশু আমার হৃদয়ে বাস করাতে আমার অসংযত ইচ্ছা , হালকা মনোভাব , নোংরা কথাবার্তা , কৌতুক , গালাগালি , জাগতিক আনন্দ স্ফুর্তি , গর্ব এবং অন্যান্য পাপে পূর্ণ আমোদ - প্রমোদ এর ইচ্ছা দূর হয়ে গেছে ।
যেহেতু আমি একজন খ্রীষ্টিয়ান , সেই জন্য পবিত্র বাক্য ও আত্মিক বিষয়গুলির প্রতি গভীর আগ্রহ খ্রীষ্টিয়ান হিসেবে চলার পথে আমাকে শক্তি যোগাচ্ছে । আত্মিক জীবনকে অবশ্যই লালন - পালন করতে হয় , যেন তা প্রভুতে শক্তিশালী হয় এবং মন্দতা ঢুকতে চাইলে তার জন্য প্রতিরোধ গড়ে তোলে । প্রতি নিয়ত প্রার্থনা , এবং আত্মিক মনা লোকদের সহভাগীতায় স্বর্গের নির্দিষ্ট পথে চলতে আমার খুব ভালো লাগে ।
পবিত্র আত্মার দান পাওয়া নতুন জন্মপ্রাপ্ত সকল খ্রীষ্টিয়ানদের এই শান্তিপূর্ণ ও পুরস্কৃত জীবনের পথের বিষয়ে সাক্ষী হতে আহবান করা হয়েছে । “ তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে , আর যিরূশালেম , সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে ।” ( প্রেরিত ১ : ৮ পদ ) ।
অনেক লোক আছে যারা বাইবেল নিয়ে হাসা - হাসি করে আর বলে , বাইবেল অপ্রচলিত হয়ে গেছে । যে সব খ্রীষ্টিয়ানেরা বাইবেলের শিক্ষা অনুসারে চলে এবং এর চমৎকার সত্যকে অন্যের কাছে তুলে ধরে - , তাদের নিয়েও অনেকে তামাশা করে থাকে । মানুষ ঈশ্বরের বাক্য বিশ্বাস করুক বা না করুক , এই বাক্য সত্য । “ হে সদাপ্রভু , তোমার বাক্য স্বর্গে চিরকাল স্থির আছে ।” ( গীত সংহিতা ১১৯ : ৮৯ পদ ) । লোকেরা ভালোভাবে বাইবেল অনুসন্ধান করবে যেন জানতে পারে বাইবেল কি শিক্ষা দেয় । “ আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন , কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন । কিন্তু সেই শাস্ত্র তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয় ।” ( যোহন ৫ : ৩৯ পদ ) ।
নিচে বাইবেলের কিছু পদ দেওয়া হল , যা আমাকে খ্রীষ্টের দিকে পরিচালিত করেছে :
প্রত্যেকের জন্য একজন উদ্ধার করতে দরকার
“ কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে ।” ( রোমীয় ৩ : ২৩ পদ ) । কোন মানুষ তার নিজের কাজের দ্বারা উদ্ধার পেতে পারে না । পদমর্যাদা , শিক্ষাগত যোগ্যতা , জাতীয়তা , বর্ণ অথবা গোত্রের বিভেদে কিছু আসে যায় না ; উদ্ধার পেতে হলে মানুষকে অবশ্যই অনুতাপ করতে হবে । “ আগেকার দিনে মানুষ জানত না বলে ঈশ্বর এই সব দেখেও দেখেন নি । কিন্তু এখন তিনি সব জায়গায় সব লোককে পাপ থেকে মন ফিরাতে আদেশ দিচ্ছেন , “ ( প্রেরিত ১৭ : ৩০ পদ ) ।
“ পাপ যে বেতন দেয় তা মৃত্যু , কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন।” ( রোমীয় ৬ : ২৩ পদ ) ।
পাপের ফলে মানুষের দৈহিক ও আত্মিক মৃত্যু হয় । ঈশ্বরকে ধন্যবাদ - , তাঁর পুত্রের মধ্য দিয়ে তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন । “ ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে , তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন , যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ।” ( যোহন ৩ : ১৬ পদ ) ।
উদ্ধার বা পরিত্রাণ হচ্ছে বিনা মূল্যের দান । “ ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ । এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি , তা ঈশ্বরেরই দান ।” ( ইফিষীয় ২ : ৮ পদ ) ।
যীশু সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন । “ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ , তোমরা সবাই আমার কাছে এস ; আমি তোমাদের বিশ্রাম দেব ।” ( মথি ১১ : ২৮ পদ ) ।
মানুষকে জলে ও আত্মায় জন্ম নিতে হবে এবং মেষ শাবকের অর্থাৎ যীশুর রক্তে তার সব পাপ ধুয়ে অবশ্যই নতুন জন্ম নিতে হবে । যীশু নীকদীমকে বললেন , “ আমি আপনাকে সত্যিই বলছি , নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না ।” ( যোহন ৩ : ৩ পদ) ।
মানুষকে অবশ্যই তার নিজের কাছে নিজেকে ছোট করতে হবে যেন সে শিখতে ইচ্ছুক ও নম্র হয় । “ আমি তোমাদের সত্যিই বলছি , যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও তবে কোন মতেই স্বর্গ - রাজ্যে ঢুকতে পারবে না ।” ( মথি ১৮ : ৩ পদ ) ।
নতুন জন্মপ্রাপ্ত একজন বিশ্বাসীকে জলে বাপ্তিস্ম দ্বারা মন্ডলীতে গ্রহণ করা যেতে পারে ।
“ যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সে - ই পাপ থেকে উদ্ধার পাবে , “ ( মার্ক ১৬ : ১৬ ক পদ ) ।
আমরা জেনে নিশ্চিত হই যে আমরা উদ্ধার পেয়েছি ।
“ যদি কেউ খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল । তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে ।” ( ২ করিন্থীয় ৫ : ১৭ পদ ) । “ পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে , আমরা ঈশ্বরের সন্তান ।” ( রোমীয় ৮ : ১৬ পদ ) ।
ঈশ্বরের সন্তান স্বর্গে বাসস্থান পাবে ।
“ আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে । তা না থাকলে আমি তোমাদের বলতাম , কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি ।” ( যোহন ১৪ : ২ পদ ) ।
একজন খ্রীষ্টিয়ান অবশ্যই নিজেকে অস্বীকার করবে এবং তার জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেবে ।
“ যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মত না চলুক ; নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক ।” ( মথি ১৬ : ২৪ পদ ) ।
একজন ঈশ্বরের সন্তান ঈশ্বরের রাজ্যের একজন সদস্য এবং অবশ্যই ফল উৎপাদনকারী হবে ।
“ আমি - ই আঙ্গুর গাছ , আর তোমরা তার ডালপালা । যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে , “ ( যোহন ১৫ : ৫ ক পদ ) ।
একজন খ্রীষ্টিয়ানের হৃদয়ে সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা বাস করেন । সেই খ্রীষ্টিয়ান যখন কোন ভাল কিছু করেন , তখন পবিত্র আত্মা তাকে সান্তনা দেন । আবার ভুল কাজ করলে দোষী করেন এবং সঠিক পথ দেখিয়ে পরিচালিত করেন ।
“ আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন । ( যোহন ১৪ : ১৬ পদ ) ।
খ্রীষ্টিয়ানদের সব সময় সতর্ক থাকতে হবে । আত্মিক ঘুম যেন তাদের মধ্যে পাওয়া না যায় ।
“ জেগে থাক ও প্রার্থনা কর যেন পরীক্ষায় না পড় । অন্তরের ইচ্ছা আছে বটে , কিন্তু দেহ দুর্বল ।” ( মথি ২৬ : ৪১ পদ ) ।
যে শেষ পর্যন্ত সৎ ও বিশ্বস্ত থাকবে , সে - ই উদ্ধার পাবে ।
“ আমি এই কথা ভাল করেই জানি , মৃত্যু বা জীবন , স্বর্গদূত বা শয়তানের দুত , বর্তমান বা ভবিষ্যতের কোন কিছু কিংবা অন্য কোন রকম শক্তি , অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোন কিছু , এমন কি , সমস্ত সৃষ্টির মধ্যে কোন ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে না । ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্যে রয়েছে । “ ( রোমীয় ৮ : ৩৮ - ৩৯ পদ ) ।
“ যে জয়ী হবে সে এই রকম সাদা পোশাক পরবে । জীবন বই থেকে তার নাম আমি কখনও মুছে ফেলব না , “ ( প্রকাশিত বাক্য ৩ : ৫ ক পদ ) ।
প্রেরিত পৌল সার্থকভাবে আত্মিক যুদ্ধ করেছেন এবং বিজয় মুকুট পাওয়ার আশায় বিশ্বাস সহকারে অপেক্ষা করছেন । যারা প্রভুকে ভালোবাসে এবং তাঁর ফিরে আসার অপেক্ষা করছে , তাদের সকলের জন্যই জীবন মুকুট তোলা আছে ।
“ তাই আমার জন্য সৎ জীবনের পুরস্কার তোলা রয়েছে । বিচার দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার হিসাবে জয়ের মালা দান করবেন । তবে যে তিনি কেবল আমাকেই দান করবেন তা নয় , যারা তাঁর ফিরে আসবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাদের সবাইকে দান করবেন ।” ( ২ তীমথিয় ৪ : ৮ পদ ) ।