পুস্তিকাগুলি

আজকের পৃথিবীতে এমন লোক আছে যে বলে, ‘আমি স্বর্গে যাবার মত এত ভাল না আবার নরকে যাবার মত এত খারাপও না ।’ তারা মনে করে তারা বেশ ভাল আছে এবং ঈশ্বর যে কোন ভাবে তাদেরকে স্বর্গে স্থান দেবেন ।

যোহন সুসমাচার ১০ : ১ - ১৮ আপনি কি কখনও এরকম ডাক শুনেছেন, কেউ আপনার নাম ধরে ডাকছে অথচ আপনি জানেন না কোত্থেকে এই ডাক আসছে ? অথবা, হয়তো চারিদিকের হৈ চৈ হট্টগোলের মধ্যে আপনি এই ডাক ভালভাবে শুনতে পারছেন না । শুনুন, একটা ডাক শোনা যাচ্ছে । শুনছেন, আপনাকেই ডাকছে ! আপনি কে ? আপনার নাম কি? আপনি কোত্থেকে এসেছেন ? আপনি কোথায় থাকেন ? আপনি কোথায় যাচ্ছেন ?

এক সময় এই জগতে কিছুই ছিল না । না ছিল মাছ ! না ছিল আকাশে তারা ! না ছিল সাগর ও সুন্দর ফুল ! সব কিছু শূন্য ও অন্ধকার ছিল । কিন্তু ঈশ্বর ছিলেন । ঈশ্বরের ছিল এক চমৎকার পরিকল্পনা । তিনি একটি মনোরম জগতের চিন্তা করেছিলেন, আর চিন্তার সাথে সাথেই তিনি করেছিলেন তার সৃষ্টি । যখন কিছুই ছিল না, তখন তিনি সবকিছুই সৃষ্টি করলেন । ঈশ্বর কোন কিছু সৃষ্টির আগে শুধু বললেন, ‘ এটা হোক’ এবং তা - ই হল ।

যীশু 5 minutes

‘তিনি ( ঈশ্বর ) আমাকে বললেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ ?” উত্তরে আমি বললাম, একটা ওলন দড়ি ।” তখন প্রভু বললেন, “ আমার লোক ইস্রায়েলর মধ্যে আমি একটা ওলন দড়ি ( বিচার চিহ্ন ) রাখছি ; আমি আর তাদের রেহাই দেব না ।” ( আমোষ ৭ : ৮ পদ ) । ওলন দড়ি হচ্ছে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত একটা মাপের জিনিস যা দিয়ে সে তার কাজের ভুল ধরতে পারে । সরলভাবে সে তার কাজ করলেও কিন্তু ভুলের হাত থেকে রেহাই পায় না । ঈশ্বরের বাক্য রূপ ওলনদড়ি বা বিচার - চিহ্ন দিয়েও তেমনি আমাদের জীবন ও বিশ্বাস সঠিক প্রমাণিত হওয়া দরকার ।

ছলনা 5 minutes

পবিত্র বাইবেল হচ্ছে এমন এক দামী বই যা প্রতিটি প্রাণের প্রয়োজন মেটায় । মানুষের দেহের পুষ্টির জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি বাইবেলের বাণীগুলি মানুষের আত্মার পুষ্টির যোগান দেয় । সঠিক সময়ে সঠিক জিনিসটি জানার জন্য ও সঠিক প্রয়োজন মেটানোর জন্য বাইবেলেই যথার্থ কথা লেখা হয়েছে যা আসলে খাঁটি সোনার মতন ।